অপেক্ষা বাঁচুক!
আর বোলো না এমন করে,
অপেক্ষায় থাকা, অপেক্ষার গান, অপেক্ষার জীবন খেড়ো খাতা
তোমার-আমার মিলন বিরহ যা'ই সাজাও না!
দূর হয়েও কাছে, কাছে থেকেও দূর
অপেক্ষা পোড়ায়, চেনায় সোনা রূপা পিতল;
অপেক্ষায় বাঁধি মন, অপেক্ষায় রই বেঁচে
কথা না হয় স্মৃতি, না হয় দেহ
হারিয়েও হারায় না অতলে;
ফিরে ফিরে চায়, পায় বারে বার।
গভীর আবেগের মূল্য সময়ে সময়ে
অভদ্রতা দিয়েই বুঝিয়ে দিতে হয়,
নইলে আর কত আবেগ ঢেকে রাখবে,
মনের গহীনে! অপেক্ষারও তো একটা শেষ থাকা চাই।
আর কত থাকি ভালোবাসা লুকিয়ে?
এবার তো চাই, কেউ এসে এই হাতে রাখুক হাত,
বাঁধুক বাহুডোরে, কপোলে রাখুক উষ্ণ তালু,
পূরণ হোক আজ সব গোপন তৃষ্ণা!
অপেক্ষার অবসান হোক এই বেলা!
...০৩/১০/২০১৩ইং...
.... ঢাকা।...