‘তব আঠারোর শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তো করে।’
আঠারো অক্ষয়! কেউ আঠারোতে যেতে চাই কারও বা আঠারোতে ফেরার প্রানের আকুতি। আঠারো মানেই তারুন্যের উদ্দিপনা, উত্তেজনা। আঠারো মানেই শৃঙ্খল ভাঙার প্রচেষ্টা। সেই প্রচেষ্টায় অনলাইন লেখকদের লেখা রাজনৈতিক প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, কলাম এবং বিভিন্ন বিষয়ে সময়োপযোগী আলোচনা, সমালোচনা, পর্যালোচনামূলক প্রতিবেদনসমূহকে প্রাধান্য দিয়ে এবং সংশ্লিষ্ট অন্যান্য আনুষাঙ্গিক বিষয় ও সাহিত্য নিয়ে নিয়মিত পাক্ষিক পত্রিকা ‘আঠারো’।
বাংলা ব্লগ সমূহ শুধুমাত্র সাহিত্য চর্চায় সীমাবদ্ধ নয়। মতপ্রকাশের মুক্ত মাধ্যম বলেই বিভিন্ন বিষয়ে সচেতন ব্লগ লেখকবৃন্দ লিখে থাকেন। বিভিন্ন বিষয়ে সাধারন মানুষের মতামতের প্রতিনিধিত্ব করেন তারা। কিন্তু এইসকল লিখাগুলো প্রিন্ট মিডিয়ার বিশাল পাঠকগোষ্ঠী যারা অধিকাংশই আমজনতা তাদের হাতে পৌঁছায়না। উল্লেখ্য, প্রিন্ট মিডিয়ায় গত এক দশকে ভীড় করেছে কর্পোরেট ইয়োলিজম যারা প্রত্যক্ষ ও পরোক্ষ কৌশলে হলুদ সাংবাদিকতার চর্চা করে বা করতে বাধ্য করে। অপরদিকে ব্লগ মুক্তমাধ্যম বলেই ব্লগ লেখকগন ইয়োলিজম চর্চায় বাধ্য নন। বাংলা ব্লগ ও অনলাইন লেখকদের সরস লেখাগুলো ছাপার অক্ষরে আমজনতার হাতে পৌঁছে দিবে আমজনতার পাক্ষিক আঠারো।
“এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে,
এ বয়সে তাই নেই কোনো সংশয়–
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।।”
আঠারো হার না মানা যৌবনের প্রতীক।আমাদের স্বপ্ন, প্রত্যাশাকে ভেঙে যারা নস্ট খেলায় মেতে উঠে তাদের মুখোশের আড়ালে সরুপ উম্মোচনের জন্য এ দেশের বুকে আঠারো নামানোর দৃঢ় প্রত্যয় নিয়ে “পাক্ষিক আঠারো” এগিয়ে যাবে সবাইকে সাথে করে।
পাক্ষিক আঠারোর জন্য লেখা আহবান করা হচ্ছে।
প্রিয় অনলাইন লেখকবৃন্দ, আপনাদের নতুন লেখা অথবা পুরাতন লেখার লিংক ই-মেইল করুন: bdbloger@yahoo.com