ফাঁসির মধ্য দিয়ে মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধুর পাঁচ খুনিকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের গ্রামের বাড়িতে।
বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি সুলতান শাহারিয়ার রশীদ খানের লাশ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে নেওয়া হয় ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর নিজ গ্রামে। লাশ শেষবারের মতো দেখার জন্য ভিড় করে গ্রামবাসী।
জানাজা শেষে কবরে নামানো হচ্ছে সুলতান শাহারিয়ার রশীদ খানের লাশ। পাশ থেকে সেই দৃশ্য দেখছেন স্ত্রী মাশুয়ারা খান। তার পাশে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গ্রামবাসী।
বঙ্গবন্ধুর খুনি সৈয়দ ফারুক রহমানের লাশ তাঁর গ্রামের বাড়ি নওগাঁর মারমা মল্লিকপুরে নেওয়া হয়েছে।
বঙ্গবন্ধুর খুনি লে. কর্নেল ফারুক রহমানের ফাঁসি কার্যকরের পর তাঁর লাশ জানাজা শেষে কবরে নিয়ে যাওয়া হচ্ছে।