জীবনের ঠিকানা জানতে চাই...
জীবন আসলে এক কৃষিক্ষেত্র। তার প্রয়োজন হয় বর্ষার, গ্রীষ্মের, শরতের, বসন্তের ও শীতের। আর হেমন্তের শিশির তার গয়না।
মানব মনে আনন্দের ও দুঃখের অশ্রু ঝরায়- তার ওপরে পদচিহ্ন আঁকে স্মৃতি, শিশিরে ভেজা জীবনের সবুজ, নিরাভরণ তৃণভূমি...ততক্ষণই, যতক্ষন না নতুন রোদ্দুর উঠছে। যতক্ষন না কঠিন বাস্তব তাকে সম্পুর্ন বাষ্পীভূত করে দিচ্ছে অসীম আকাশে।
মনের আনাচে কানাচে ছড়িয়ে আছে কত রঙিন কাঁচের টুকরো। কোন এক হঠাৎ রোদ ওঠা দিনে তারা হেসে উঠে বলে " বন্ধু ভালো আছো"? তখনই মনের মাঝে গুনগুনিয়ে ওঠে এক পশলা হারিয়ে যাওয়া গানের সুর...
বলে...."কেমন আছিস বল? কতদিন দেখা হয়নি!"
কি অদ্ভুত এ জীবন!
ভালো স্মৃতি গুলো ঢাকা পড়ে যায় নিত্য দিনের তিক্ততার তলায়! যে নিজেই নিজের অন্তিম ক্ষনের রচনা করছে প্রতিদিন। তার ডায়রির প্রতি পাতায় লুকিয়ে আছে কত অতীতের অজানা রুপোলি মুহূর্ত।...
তাও কেন যে শুধু খারাপ লাগাই মানুষকে দাঁড় করায় খাদের কিনারে?
জানা নেই আমার।
খুব জানতে ইচ্ছে করে, আমার সবচেয়ে ভালোলাগার অনুভূতি কি একই রকম- আরেকটা মানুষের সাথে? হয়তো হ্যাঁ.. জানিনা...জানতে চাই...প্রতিদিন জিজ্ঞাসা গুলো চুঁইয়ে আসে মস্তিস্ক থেকে হৃদয়ে, হৃদয় থেকে কলমের শীষে...
ক্লান্ত জীবনে ভ্রান্ত পরশে প্রশান্তির ক্ষণিক কাল,
উৎফুল্লতার উন্মুক্ত বক্ষ জুড়ে সহস্র গ্লানির দহন।
বালির বাঁধে হারিয়ে গেলো ডালা ডালা তোষণ,
শূন্য হাতে অহংবোধে উল্টো ধারায় অক্ষি ডিঙ্গির পাল।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৩