এক দেশে ছিল দুই অন্ধ ফকির। একজন আস্তিক, আরেকজন নাস্তিক। তারা একটি রাস্তার দুধারে দুজন বসত।আস্তিক কেবল স্রস্টার প্রশংসা করত আর তাঁর কাছে সাহায্য চাইত। কেউ যদি তাকে সাহায্য করত তবে সে তার জন্য এই বলে দোয়া করত যে, খোদা তোমায় সাহায্য করুন। এদিকে নাস্তিক ফকির ভাবত, আমি যদি বাদশার প্রশংসা করি তাহলে বাদশাহ আমাকে সাহায্য করবেন। তাই সে শুধু বাদশাহের প্রশংসা করত, আর কেউ যদি তাকে সাহায্য করত তবে সে বলত, বাদশাহ তোমায় সাহায্য করুন। একদিন সেই রাস্তা দিয়ে সে দেশের বাদশাহ যাচ্ছিলেন। তিনি দু'ফকিরকে দেখকেন এবং তাদের কথা শুনতে পেলেন। তিনি নাস্তিক ফকিরের কথা শুনে খুশি হয়ে গেলেন এবং সিদ্ধান্ত নিলেন তিনি তাকে এমনভাবে সাহায্য করবেন যাতে তার আর ভিক্ষা না করা লাগে। প্রাসাদে ফিরে তিনি তাঁর একজন কর্মচারীকে দিয়ে দুটি রুতির মধ্যে করে লুকিয়ে কিছু স্বর্ণমুদ্রা ঐ নাস্তিক ফকিরের কাছে পাঠিয়ে দিলেন। নাস্তিক অন্ধ ফকির এটা পেয়ে ভাবল, বাদশাহ মনে হয় তার প্রশংসায় বেশি খুশি হননি, তাই তিনি তার অন্য কাঁচা রুটি পাঠিয়েছেন, এবং সে বাদসার আরো বেশি প্রশংসার সিদ্ধান্ত নিল। সে এই স্বর্ণমুদ্রাওয়ালা ভারী রুটিগুলকে কাঁচা রুটি মনে করে সেগুলো আস্তিক ফকিরকে দিয়ে দিল। আস্তিক ফকির রুটিগুলো খোদার দান হিসেবে গ্রহন করল এবং সেগুলো বাড়ি নিয়ে গেল। বাড়ি গিয়ে রুটি ছিঁড়ে সে স্বর্ণমুদ্রাগুলি পেয়ে খুব খুশি হল আর খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। এরপর থেকে আস্তিক ফকিরের আর ভিক্ষা করার প্রয়োজন হল না। আর নাস্তিক ফকির আগের মত ভিক্ষুকই রয়ে গেল।
কেবল খোদা যাকে সাহায্য করতে চান, তাকেই অন্য কেউ সাহায্য করতে পারে। খোদা যাকে সাহায্য করতে চান না, তাকে অন্য কেউ সাহায্য করতে পারেনা।