বুয়েটে যখন ভিসি এবং প্রোভিসিকে পদ থেকে অপসারনের আন্দোলনে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হল তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রকিব।
বুয়েটে ক্লাশ চলছে না, তাই তার বন্ধুরাও তার জন্য করতে পারছেন না সাধ্যমতন টাকা উঠানোর চেষ্টা। তাকে বাঁচিয়ে রাখাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে অন্য যে কোন সময়ে কোন বুয়েট ছাত্রকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর চেয়েও। বুয়েটের এই পরিস্থিতে রকিবের পাশে দাঁড়ানোর কেউ নেই।
তোফায়েল রকিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর '০৮ ব্যাচ পুরকৌশলের ছাত্র। তিনি দুরারোগ্য IGH এবং Chronic hepatitis রোগে আক্রান্ত। IGH রোগের কারনে তার brain fluid বেড়ে গিয়ে তা চোখ ও কানে চাপ সৃষ্টি করছে।
তিনি বর্তমানে প্রায় কিছুই দেখতে ও শুনতে পাচ্ছেন না। তার চিকিৎসা হিসেবে আপাতত মাথার পেছনে একটি টিউব লাগিয়ে দেয়া হয়েছে, যাতে অতিরিক্ত brain fluid বের হয়ে যায়।
৫ দিনে যদি এ ভাবে তার অবস্থা কিছুটা ভাল হয়, তাহলে তার একটি স্থায়ী চিকিৎসা করা হবে, যার খরচ প্রায় ৫ লক্ষ টাকা। এছাড়াও ক্রনিক হেপাটাইটিস এর চিকিৎসার জন্য আরও ৫ লক্ষ টাকা প্রয়োজন।
যদি এই ৫ দিনে তার অবস্থা ভাল না হয়, তবে তাকে উন্নত চিকিৎসা দিতে হবে। এই চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় বলেই ঠিক কত টাকা দরকার সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ডাক্তার বলেছেন, তা কোনভাবেই ২৫-৩০ লক্ষ টাকার কম নয়।
রকিব তার সহপাঠীদের মধ্যে সবচেয়ে ভাল মানুষগুলোর একজন। রকিব যখন ক্লাস সিক্সে পড়ে তখন তার বাবা মারা যান। রকিবের পড়ালেখার খরচই যেখানে পরিবার চালাতে পারেন না সেখানে পিতৃহীন এই পরিবারটির পক্ষে চিকিৎসার এত খরচ বহন করা সম্ভব নয়।
ব্লগাররা যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। বুয়েটের এই অসময়ে রকিবের পাশে দাঁড়ান। তাকে বাঁচান।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
সহকারী প্রভোস্ট, ড. এম এ রশীদ হল
সেভিং হিসাব নং ৩৪০৪৩৩০৭
সোনালী ব্যাংক, বুয়েট শাখা।
বিস্তারিত জানার জন্য এবং টাকা পাঠানোর অন্য অপশন জানার জন্য ফোন করতে পারেন ০১৬৭৫৬১০৪৩১ নম্বরে।