অবশেষে ফিরে এলাম,রক্তাক্ত হয়ে!
তোমার নরম হাতের মেহেদী পাতার মত।
কতগুলো আমাবস্যা পেরিয়ে গেল তোমার আসার অপেক্ষায়,
ভালোবাসা পালিয়ে গেছে, কোন এক বেদের বিষাক্ত সাপের ঝুড়িতে।
এখন সে শুধুই কালনাগিনী!
অন্ধকারে পড়ে আছি বেওয়ারিশ লাশের মত,
আর সপ্ন নয়,এবার সমাধির পালা।
আমার ১০৯টি সমাধি ভাসিয়ে দেব,তোমার কয়েক লাখ নিরবতার সাগরে।
তবেই বুঝবে,মন হারানোর কী যে জালা।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৯