অধম মানব
হে অধম মানব!
ধরনীর রঙিন নেশায় অচেতন তুই
ভুলিলি তোরে,ভুলিলি তোর সকল।
নেশার সুরা পাত্র ভরিয়া করিয়া পান,
রাতের আধাঁরে কাঁদে জায়া-পুত্র পরিবার।
তুই নরাধম-
ধুলায় মিশালি তব নারীর সম্মান।
সভ্যতার শিখরে বাস সজ্জিত পিশাচের
রে ইবলিশ!পাশবিক দস্যি
কেমন করিয়া ফাঁকি দিবি লা আজরাইল মরনের।
যা তবে পালা!ভেদ করিয়া খোদার আসমান,
মৃত্তিকায় কেনো লুটায় তোর দানব সব প্রান।
হে চির অকৃতিজ্ঞ-
আযাযিল... বাকিটুকু পড়ুন