
আজ মনে পড়ে সেই দিন গুলি ,
যেই দিনে বৃষ্টি পড়েছিল গুরি গুরি ।
আজ নেই তুমি,
তবুও বৃষ্টি পড়ছে গুরি গুরি ।
সন্ধা তারা উঠেনি ,
সেই পূর্বের আকাশে ।
মেঘমালা যাচ্ছে ভেসে ভেসে ।
আমি দেখতে পাই সেই হাসি যে ,
মেঘ আর বৃষ্টির মাঝে ।
তুমারিত অভিমানি মন,
দিয়ে গেলে শুধু হুতাশন ।
অনল এর চোয়ায় মন অভিচল,
ঝরছে দু আঁখিতে জল ।
তুমিত কান্না থামাতে পারনি ।
তবে কেন এলে হে মন হরনি ।
যাহ ভাবছি একি আমি ,
তুমিত ছলে গেলে হে মায়াবিনি ।
যাক, সবকিছু ভাল থাক রে,
দুঃখ পরিহরে ।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩০