
বছর ঘুরে আসবে আবার, দুদিন পরে ঈদ ।
তাইতো সবাই ,করছে বাজার ।
করবে এবার ঈদ ।
হঠাত্ পথিক থমকে গেল ,
দেখে এক আলেয়া ?
একি, শিশুটি থাকিয়ে আছে ।
পথিকের দিখে ,চেয়ে আছে ।
হঠাত্ পথিক দিল এক ঝাঁকা ,
এই তুই এখানে কি করিস ?
এটা তুর জায়গানা ।
বিষন্ন শিশুটি কান্নাভরা নয়নে,
চলে গেল রাস্থার দিখে ।
আমার প্রশ্ন ,পথিক তুমি কি ভাবনি ?
এটা যদি তুমার সন্তান হত ,
তুমি কি করতে পারতে, এই রকম ?
না , যদি সে হত ধনির ছেলে?
তুমিকি কি দিতে পারতে তারে ,
এমন ঝাঁকা ?
ক্ষকনো না ।
তাহলে কেন তুমি ,করলে এমন ।
তুমার কি চিন্তা হয়নি এটা ,
ঈদ সবার জন্য ।
তুমি কি ভুলে গেলে মানবতা ?
কি চিন্তা করছ পথিক ?
তুমি আর থাকে পাবেনা ,
ক্ষমা চাইতে, চইলেও পারবেনা ।
দিতে চাইলেও পারিবেনা ,
একটা ঈদের জামা ।
সে যে কষ্ট পেল তা কখনো ,
তুমি মুছতে পারবেনা ।
এবার পথিকের চোখের কোনে,
জলের চায়া এল নেমে ।
হয়ত বুজতে পারল ,
সে যে রয়েছে ভুল মধ্যে ।
এবার পথিক উঠে এল ,
ফিরবে সে বাড়িতে ।
হয়তে সে ভুগবে এবার বিষন্নতায়,
এই ঈদ ।
তই আসুন সবাই ,
পথিকের মত বিষন্নতায় না ভুগি ।
আসহায়দের কথাও একটু ভাবি ,
যতটুকু পারি করি সাহায্য ।
চেষ্টা করি দিতে ,
ঈদে জামা সাদ্যমত ,
তাহলেই বুজব ,ঈদের প্রকৃত আনন্দ কত ?