
আইরিন সুলতানা
ভারতীয় চলচ্চিত্র নায়িকাদের সাহসী ও বিতর্কিত চরিত্রে রূপদান চলচ্চিত্র বোদ্ধাদের সমালোচনার মূখে পড়লেও নায়িকাদের এ ধরনের চরিত্রে রূপদান করা থেকে বিরত রাখতে পারেনি। তাদের জবাব শ্লীল বা অশ্লীল একটা আপেক্ষিক ব্যাপার। একজনের কাছে যেটা শ্লীল আর একজনের কাছে হয়তো সেটাই অশ্লীল। মাসরুমে অভিনয় করে পাওলীদাম সমালোচনার মূখে পড়লেও তার ড্যামকেয়ার ভাব নতুনদের সাহসী করে তুলছে। সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা বালান ক্যমেরার সামনে তার সাহসী পোজ দিয়ে সুশীলদের সমালোচনার মুখে পড়েন।

বিদ্যা বালান
ভারতীয় নায়িকাদের এই সাহসী সংলাপ, অভিনয় ও ক্যামেরার সামনে খোলা মেলা পোজ দেয়া নতুন না হলেও আমাদের দেশে এমন আবহ সৃষ্টি হয়নি। তবে হয়নি বলে যে হবেনা এমন কোন নিয়ম বা শর্ত নাই। আকাশ সংস্কৃতির অবারিত দ্বার যেমন রুদ্ধ করা সম্ভব নয়, দরজা জানালা বন্ধ করলেই যে কাল বৈশাখীর ঝড় কে রুদ্ধ করে রাখা যাবে এমন হতেই পারেনা। ফুল ফুটুক বা না ফুটুক বসন্ত আসবেই তার নির্ধারিত সময়ে। তেমনি ভারতীয় সংস্কৃতির আগ্রাসী হাওয়া বাংলাদেশী নায়িকাদের পালে লাগতে শুরু করেছে।

আইরিন সুলতানা
তেমনি একজন নতুন সাহসী নায়িকা পেতে যাচ্ছে ঢালিউড। র্যাম্প ও বর্তমানে বেশ পরিচিতি পাওয়া রবির 'এবার হবে' শিরোনামের বিজ্ঞাপনচিত্রের মডেল এই নতুন নায়িকার নাম আইরিন সুলতানা। মোহাম্মদ আলী পারভেজের 'প্রিয়তমা, আমি দাঁড়ি তুমি কমা' ছবিতে অভিনয় করবেন। ছবিতে আইরিন অভিনয় করবেন সুপার হিরো নিলয় আলমগীরের বিপরীতে।
সম্প্রতি নিলয়-আইরিন নতুন এ ছবিতে চুক্তিবদ্ধ হলেন। এর আগে নিলয় চলচ্চিত্রে অভিনয় করলেও আইরিন এই প্রথমবারের মতো চলচ্চিত্রের পর্দায় হাজির হবেন। এ ছবিটি করা প্রসঙ্গে
আইরিন বলেন, 'আমাকে যে ধরনের ছবিতে মানাবে, ঠিক সে রকম একটি চরিত্রের অপেক্ষায় ছিলাম এত দিন। আমার মনে হয়েছে এ ছবির চরিত্রটি আমার জন্য উপযোগী।'
ছবিতে বড়লোকের অহংকারী ছেলের চরিত্রে অভিনয় করবেন নিলয়। অন্যদিকে আইরিন মার্জিত একটি মেয়ে। সে পড়ালেখা ও শৃঙ্খলাবদ্ধ জীবন পছন্দ করে। দুজনের এ পার্থক্যটাই ছবির মূল গল্প।
এই যদি হয় মার্জিত মেয়ের প্রতিকৃতি তা হলে "কবি নীরব থাকতে বাধ্য"
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০১