সবাই বলে বিষধর সাপের উপর নাকি কখনো বিশ্বাস রাখা যায় না। আপনি এক হাজার বিষাক্ত কেউটে সাপকে বিশ্বাস করতেন, তারা হয়তো আপনার বিশ্বাস ভাংতো না। কিন্তু আপনি ভুলে গেছিলেন যে আমরা কেউটে না, আমরা তারচেয়েও খারাপ- আমরা বাঙ্গালী।
আপনি এক লক্ষটা কেউটে সাপকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মুক্ত করে দিতেন, তারা হয়ত কখনোই আপনাকে দংশন তো দুরের কথা, আপনার রক্ত বহমান এমন কাউকে দেখলেও সমীহ করে পথ ছেড়ে দিতো, রাতে আপনার বাড়ী পাহারা দিতো। কিন্তু আপনি ভুলে গেছিলেন আমরা কেউটে না, আমরা তারচেয়েও খারাপ- আমরা বাঙ্গালী।
একজন বাঙ্গালী হয়ে জন্ম নিয়ে সবচেয়ে বড় যে দু'টো ভুল করা সম্ভব, তার দু'টোই আপনি করেছিলেন- স্বার্থপরের মত নিজের জীবনের সুখশান্তির কথা চিন্তা না করে বাঙ্গালীর জন্য নিজের সারাজীবন সংগ্রাম করেছেন, আর সেই বাঙ্গালীর উপরই বিশ্বাস রেখেছেন। সপরিবারে আপনি নিহত না হলে আর কে হবে? আপনার ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি বঙ্গবন্ধু। এখন আমরা সারা ছাত্রজীবন চে'র গেঞ্জি পরে উঠতে-বসতে বিপ্লব ফলাই, আপনারে স্কামব্যাগ টাইর্যান্ট বলে গালি দেওয়ার দুঃসাহস করি, আর ছাত্রজীবন শেষে তুখোড় ক্যারিয়ারিস্ট হয়ে ৯টা-৫টা অফিস করি আর জ্যামে আটকে, লোডশেডীং এ ঘেমে গালি দেই এইদেশের কিছু হবে না বলে। কোটি-কোটি বাঙ্গালী মানবেতর জীবনযাপন করে যাবে, কিন্তু নিজের হাতে সিস্টেমটা চেঞ্জ করার, সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াবার দুঃসাহস করবে না। কারণ আমরা জানি আমরা যতবড় মালই হই না কেন, আপনার মত নেতা হতে পারবো না যাঁর এককথায় পুরা একটা জাতি এক হতে পারবে। আর যদি এরকম নেতা হতেও পারি, ৫-৬বছরের মধ্যেই আমারে ঝাড়ে-বংশে নির্বংশ করা হবে। কি দরকার? তার থেকে এই লাথি-গুতা খাওয়া জীবনই কি বেটার না?
১৫অগাস্ট আমাকে যতটা কষ্ট দেয় বঙ্গবন্ধু ও তাঁর পুরো ফ্যামিলির সাথে বাঙ্গালীর গাদ্দারীর কথা ভেবে, তার থেকে বেশি কষ্ট দেয় কিভাবে একরাতে বাঙ্গালীর মত একটা জাতিকে রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক আর চেতনাগতভাবে পঙ্গু করে দেওয়া যায় সেটা ভেবে।
ক্ষমা করবেন বঙ্গবন্ধু, ভাল থাকবেন।