ফেসবুকে আর ব্লগে যাদের লেখালেখির অভ্যাস আছে, তাদের অনুরোধ করবো যেন নিজেদের ব্লগের এবং ফেসবুকের ব্যাক আপ নিয়ে (পুরো ব্লগপোস্টের স্ক্রীনশট হলে সবচেয়ে ভাল হয়) সেগুলো mediafire, rapidshare, 4shared, hotfile সহ আরো যত ফাইল শেয়ারিং সাইট আছে সেগুলোতে আপলোড করে আপনার পরিচিতজনদের মধ্যে সেগুলোর লিংক ছড়িয়ে দিন। এই কাজটা করতে বলছি কারণ আমাদের ব্লগিং ইতিহাসে এতবড় আঘাত কখনোই আসেনাই এবং যেকোন মুহুর্তে ব্লগগুলো বন্ধ হয়ে যাওয়ার কিংবা আপনার গ্রেফতার হওয়ার সমূহ সম্ভাবনা আছে। ব্লগগুলো বন্ধ হয়ে গেলে কিংবা ফেসবুক ব্লক করে দিলে আপনার স্বপক্ষে কোন দালিলিক প্রমাণ থাকবে না এবং বিভিন্ন টেম্পারড ডকুমেন্ট ব্যবহার করে আপনার বিরুদ্ধে যা-তা অভিযোগ গঠন তখন একেবারেই বাচ্চার হাতের মোয়া। তখন আপনি একেবারে খালি হাতে ষড়যন্ত্রের শিকার হওয়ার চেয়ে অন্তত একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে আপনার ব্লগের কিংবা ফেসবুকের লেখাগুলোর ব্যাকআপ দেখিয়ে। কিন্তু প্রচুর পরিমাণ সাইটে আপনার ব্যাকআপ ছড়িয়ে দিলে এগুলো খুঁজে খুঁজে রিমুভ করা মোটামুটি অসম্ভব। এমনকি আপনি ডিবি'র হাতে ধরা খেয়ে আর জীবনে কম্পিউটারের সামনে বসতে না পারলেও আপনার ছড়ানো লিংক থেকে আপনার পরিবার কিংবা বন্ধুবান্ধব আপনার ব্লগগুলো নামিয়ে আপনার পক্ষে কথা বলতে পারবে।
যারা ফেসবুকে লিখেন, তারা নিজেদের পুরো আইডীর ব্যাকআপ রাখাটা কিছুটা সময়সাপেক্ষ, তবে যত তাড়াতাড়ি কাজ শুরু করবেন তত ভাল। Account Settings> General Account Settings> Download a copy of your Facebook data> Start my archive. এই প্রসেসে গেলে দুইদিনের মধ্যে আপনার মেইল আইডীতে জানানো হবে আপনার ব্যাকআপ আর্কাইভ বানানো হয়েছে এবং ওইখানের লিংক ক্লিক করে সরাসরি আপনার এখন পর্যন্ত সব ফেসবুক স্ট্যাটাস, ফটো, ভিডিও, নোটস কমেন্টসহ আপনার পিসি'তে ডাউনলোড করতে পারবেন। সেই ডাউনলোডেড ফোল্ডারটি জিপ করে আপলোড করে দিন ফাইল শেয়ারিং সাইটগুলোতে।
৭১'এ যুদ্ধ ছিল হানাদারদের বিরুদ্ধে, এখন যুদ্ধ নিজেদের মানুষদের মধ্যে (যদিও এদের নিজেদের মানুষ বলতে আমার ঘৃণা হচ্ছে)। ২০০৬ থেকে আমাদের ব্লগিং কমিউনিটির জন্মলগ্ন থেকেই আমাদের যুদ্ধ শুরু হয়েছে, ৭বছরের মাথায়ই আমরা এতবড় একটা অগ্নিপরীক্ষার মুখোমুখি হয়েছি। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গিয়েছে, দেয়াল ভেঙ্গে বেরিয়ে আসা ছাড়া আর কোন পথই দেখছি না এই মুহুর্তে। তাই দেয়াল ভাঙ্গার জন্য প্রস্তুত হোন এবং সবার আগে নিজের ঘর সামলান, ছোট ছোট অনেককিছু কিন্তু পুরো যুদ্ধের গতিপথ পালতে দিতে যথেষ্ঠ। যেই যুদ্ধে আমরা নেমেছি কিংবা আমাদের নামতে বাধ্য করেছে রাষ্ট্র, সেই যুদ্ধে জয় ছাড়া আর কোন বিকল্প নেই। ইতিহাস বিজয়ীদের হাতেই লেখা হয়। আমরা জিতলে বাংলাদেশ জিতবে, দেশের ঐতিহ্য আর ইতিহাস ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসবে। আমরা হারলে আমাদের পরবর্তী প্রজন্ম হবে 'বাংলাস্তান' নামের একটা অন্ধকার রাষ্ট্রের নাগরিক, যাদের কাছে আমাদের পরিচয় হবে শুধুই "ধর্মদ্রোহী নাস্তিক কিছু দুষ্কৃতিকারী কুলাঙ্গার"।