
পুলাডার ব্রেইন আছে। লেখাপড়া নাকই্রা কেম্নে ভাল রেজাল্ট করন যায় এইটা ওরে নাদেক্লে কেউ বুঝবনা। আর দেখতেও মাশাল্লাহ। লোকে আড়ালে ডাকে ক্রিশ্চিয়ানো রোনাল্দো। আর এই কারনেই কিনা জানি না, কলোনীর গুড়াগাড়া, টিনএজ কন্যারা ওর প্রতি কিঞ্চিত দুর্বল। শোনা যায় মোবাইলেও কম বেশী যন্ত্রণা দেয়। আর এই যন্ত্রণা নাকি ওর একরকম ভালই লাগে। এইসব অবশ্য দুষ্টজনেরা বলে। আমি বলি না।
আর কলোনীর খেলাধুলায় তার নামতো পাতিহাঁস থুক্কু ইতিহাসের পাতায় তাম্রাক্ষরে লেখা থাকবে। ফুটবলে ওর অতীত পারপর্মেন্সের কথা না হয় নাই বা বল্লাম। পারতপক্ষে আমি বল নিতে কোনদিন ওর মুখোমুখি হই নাই লেংড়ি আর থাব্রানির ভয়ে




আর বই পড়ার অভ্যাসটা সেই ছোটবেলার মতো এখনো বজায় রাখছে। প্রচুর বই পড়ে। আর ব্লগে এসে গিয়ানী গিয়ানী পার্ট নেওয়ার চেষ্টা করে। এইগুলা আম্রা বুঝি। ব্যাপারস না। চালাই যাও...



অনেক গুনগান গাইলাম। ক্ষিধা লাগছে। আসেন তার এই ২৮ তম শুভ জন্মদিনে সবাই মিল্লা কেক্কুক খাই।

(তায়েফ বয়সটা কিন্তু খেয়াল কৈরা আর আন্টির কথাও একটু ভাইবো


শুভজন্মদিন তায়েফ
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১০ রাত ১:৪২