২৫ তারিখ ঢাকা থেকে এসেই বন্ধু ও সহব্লগার আহমেদ রাকিব কইল, চল কোথাও থিকা ট্যুর দিয়া আসি। কইলাম, রাঙ্গামাটি চল। কাপ্তাই থেকে বোটে করে সোজা রাঙ্গামাটি যাব। দিনে দিনে ফিরে আসা যাবে। যেই ভাবা সেই কাজ। অবশ্য হঠাৎই সিদ্ধান্ত নেয়ায় বন্ধুরা কেউ কেউ যেতে পারেনি। বন্ধু ও সহ ব্লগার তায়েফ আহমেদ বিয়ের কারনে আটকে গেল ( নিজের বিয়া না কিন্তু

যাত্রা হলো শুরু
বদ্দা একলা একলা কী সুখেই না আছ


ঐ এত ফালাইসনা, পানিত পড়বি

জ্যাডা মাইয়াগো ফডুক আর কত তুলবা,
আমাগো দুই চাইরটা তোল


দুইটা মিনিট খাড়া

এতক্ষনে তোর টাইম হৈছে। সব আন্ধার


শোন ভালাহৈতেপয়সালাগেনা

সবমিলায়া দারুন একটা দিন গেল। আরও অনেক ছবি দওনের ইচ্ছা আছিল। রাকু কইছে ওগুলা দিলে আমার ঠ্যাং ভাঙব।



সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৮