বর্তমাানে যে নারী
স্বাধীনতার কথা বলেন ।
সেটা কে স্বাধীনতা বলে
না । সেটা
স্বেচ্ছাচারিতা । নারী
স্বাধীনতা আসলে কি?
→ আমাকে পার্টিতে যেতে
দাও
→ আমাকে ছোট ছোট
কাপড় পড়তে দাও
→ আমি
ওড়না ইউজ করব না । টাইট
বোরকা পড়ব । বাট তোমরা
কেউ কিছু বলতে পারবে না
→ আমি টাইট জিন্স পড়ব ।
বাট তোমরা কটূক্তি করতে
পারবা না
→ বিয়ের পরে
আমি মডেলিং করতে চাই
। রাত করে ঘরে ফিরব ।
জিজ্ঞেস করতে পারবা না । এতো রাত হল ক্যান?
→ বিয়ের পর তোমার বাবা
মার সাথে থাকব না ।
আলাদা ফ্ল্যাটে সিমপ্লি
থাকব । কিছু বলতে পারবা
না । টর্চার করতে পারবা না ।
→ অফিসের বসের
সাথে মিটিং করতে কক্স
বাজার যাব । অনুমতি
দিতে হবে ।
→ আমি
ভার্সিটি তে পড়ি । সো
আমি অনুষ্ঠানে ফ্রেন্ডসদের নিয়ে
নাচানাচি করতেই পারি ।
তুমি এখানে হস্তক্ষেপ
করতে পারবে না ।
→ আমি
ইচ্ছামত ফেবুতে আমার
পিক আপলোড দিব । রাত দিন ছেলেদের সাথে চ্যাট করতে হবে। তুমি নাক গলাবা না । আসলে
এটা তো স্বাধীনতা না ।
স্বেচ্ছাচারিতা ।
স্বাধীনতা আসলে কি?
সঠিক মত প্রকাশ করার
স্বাধীনতা । শিক্ষা গ্রহণ । সুস্থ সুন্দর জীবন যাপনের
স্বাধীনতা । অবশ্যই একজন
নারী আর একজন পুরুষ দুজনই
মানুষ । তাই বলে দুজন এক
নয় । ক্রিকেট এবং ফুটবল
দুটোই খেলা । কিন্তু এক নয় । যার যার ক্ষেত্র থেকে
তাকে ভালো করতে হবে ।
স্বেচ্ছাচারিতাকে
স্বাধীনতা বলে না । একটা
মেয়ে ফেসবুকে এসে দশটা
ছেলেকে কানে ধরে ঘুরালো । সে স্বাধীন । আর
যে মেয়ে গ্রামে থেকে
পড়া শোনা করে সে
পরাধীন । এমন কিন্তু না ।
ক্ষেত্র যদি আলাদাই না
হত । তাহলে সাকিব আর সালমারা একই দলে খেলত
। তাদের জন্য পুরুষ আর
নারী ক্রিকেট দল আলাদা
হত না । অবশ্যই সবার
সম্মান পাবার অধিকার
আছে । অবশ্যই সবাই মানুষ । তাই বলে ক্ষেত্র এক নয় ।
রুচির ব্যাপার আছে ।
একজন ছেলে লুঙ্গি পড়ে
কাছা মেরে ধান ক্ষেতে
কাজ করলে মেয়েরা লুঙ্গি
পড়ে কাছা মেরে ধান ক্ষেতে কাজ করবেন ।
তাহলে তাকে উন্মাদ
ছাড়া আর কিছুই বলার
থাকবে না । বেগম
রোকেয়াও নারীর জাগরন
নিয়ে কাজ করেছেন । তিনি তো সেক্স নিয়ে
এতো চিৎকার করেন নি ।
একজন মেয়ে প্যান্ট
পড়লেই স্বাধীন হয় না ।
স্বাধীনতার ব্যাখাই সে
জানে না । যদিও এই ইলেকট্রিক পৃথিবী
নারীকে স্বামী সেবার
দায় থেকে মুক্তি দিয়েছে
। অথচ এখন এক ধরণের
ধারণা জন্মেছে ।
বাংলালিংক এড এর মডেলদের মত কাপড় চোপড়
পড় । লাফালাফি কর ।
পার্টি তে যাও । দুই
তিনটা বয় ফ্রেন্ড
মেইনটেইন কর । ফেবুতে
ইচ্ছা মত হট পিক দেও । তাহলেই নারী স্বাধীন
হয়ে গেল । লাক্স চ্যানেল
আই যা করে । নাইলা নাইম
বা সানি লিওনিই হওয়া
যায় তাতে । সেটা নারীর
স্বাধীনতা না । নারীর বানিজ্যিকীকরন হয় শুধু ...
আসুন আমাদের নিজ নিজ
ক্ষেত্র থেকে বেস্টটা
দেবার ট্রাই করি.
সংগ্রীহিত
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫২