অবহেলিত মানুষদের মধ্যে অন্যতম হচ্ছেন মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেরা।
এদের সুখ-শান্তি চাওয়া পাওয়া বলতে কিছু নেই। নেই কোন স্বাধ-আহলাদ। এরা ডে-নাইট চালিত মেশিন থেকেও অনেক বেশী সহনশীল। বলতে পারেন কলুর বলদ।
সংসারের ঘানি টানার জন্য আল্লাহ এদেরকে জগতে পাঠান। সেই টানা কবে শেষ হয় কলুর বলদরা তা জানেন না। সংসারের অন্তর্জালে সারাজীবন এরা বাঁধা থাকেন। এরা বিবেকহীন হতে পারেন না এবং পারবেনও না।
এরা সমাজ-সংসার-সংস্কৃতি সাথে নিয়ে না পারেন সামনে যেতে না পারেন পিছু হটতে। এরা সৃষ্টির অপার রহস্যময় চরিত্র হয়ে সমাজে কঙ্কালের মত বাঁচতে থাকেন।
সংসার জীবনে শশুর বাড়ী আর নিজের বাড়ীর ঝামেলা সামলাতেই সময় যায় এদের।
নিজের ছেলে-মেয়েই হয় এদের বেচে থাকার একমাত্র অনুপ্রেরণা। শেষ বয়সে ছেলে-মেয়েরা আলাদা হয়ে গেলেও এই মানুষগুলোকে বেচে থাকতে হয় কষ্ট আর যন্ত্রনা নিয়ে জীবন নামক প্রাণ বায়ু দেহ থেকে বের হওয়া পর্যন্ত। এটাই তাদের জীবন। বেচে থাকতে হয়, থাকতে হবে। এটাই নিয়তির খেলা...
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৮