গত ১৭ই জুলাই বাংলাদেশের অনেক মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করেছেন যদিও বাংলাদেশের অধিকাংশ মানুষ চাঁদ এর হিসেবে ওইদিন রোজা রেখেছেন। ঈদ উদযাপন করা কতিপয় বাংলাদেশিদের কাছে আমার কিছু প্রশ্ন...
যেহেতু তারা সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন করেন তাইলে
১। কেন তারা সৌদির সাথে মিল রেখে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেনা?
২। কেন তারা সৌদির সাথে মিল রেখে দৈনিক খাবার গ্রহন করেনা?
৩। কেন তারা সৌদির মানুষের মত ইসলামি পোশাক পরেনা আর পর্দা করেনা?
৪। কেন তারা সৌদির মানুষের মত ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেনা?
৫। কেন তারা সৌদির মানুষের মত দান চদ্গাহ করেনা?
৬। কেন তারা ইসলামি শাসনকে মেনে চলতে পারেনা?
৭। অধিকাংশ সময় কেন তারা মসজিদ এ কাটাতে পারেনা সৌদির মানুষের মত?
৮। কেন তারা নিয়মিত কোরআন আর হাদিস পাঠ করেনা?
৯। সৌদিতে যখন মাগরিবের আযান দেয় তখন তারা কেন ইফতার করেনা, বরং ৩ ঘন্টা আগে বাংলাদেশ এ মাগরিবের আযান দেয় তখন করে?
পরিশেষে বলতে চাই, ইসলাম কারো বাপের ধর্ম না যে যখন যেমন চাইবো তেমনি পালন করবো। ইসলামকে কিভাবে পালন করতে হবে তার পুর্ণ ব্যাখ্যা ইসলামেই দেয়া আছে। পালন করতে পারলে করুন না পারলে বাদ দিন। কিন্তু ধর্ম নিয়ে পাযলামো করার অধিকার কাউকে দেয়া হয়নি। তাই সেই কতিপয় মানুষদের প্রতি আমার আবেদন দয়া করে আগে নিজ ধর্মকে জানুন তারপর পালন করুন।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩