কালকে ঈদ হবে,আপনারা প্রস্তুততো.......আমার জুতায় কালি করতে হবে ভাবছি একটু পর বের হব।
ব্লগে এর আগে একবার খটখটা রোদেলা দিনে আমি ঘোষণা দিছিলাম বৃষ্টি হবে

কিন্তু এখন আমি ১০০% সিওর, কালকে ঈদ হবেই।
কালকে ঈদ না হলে প্রবলেমে পড়বেন স্বয়ং জননেত্রী,প্রধান মন্ত্রী।
কাল রাতে উনার ফ্লাইট।
পরম করুনাময় নিশ্চয় দেশ প্রধানের মনের ইচ্ছা পূরণ করবেন।কাল ঈদ না হলে নেত্রীর চেয়ে বড় সমস্যায় কেউ পড়বেন না।
কাল যদি ঈদ না হয় তবে নেত্রীকে প্লেনেই ঈদ করতে হতে পারে

আগে একবার বাংলাদেশের কোথাও চাঁদ দেখা গেছিলনা..সবাই তারাবির জন্য প্রস্তুত আছিল.....মাগার আতকা কে জানি বর্ডার এলাকা থেইকা একটা ভাড়াইটা চাঁদ দেইখা কইল চাঁদ দেখছে......সবাই কইল দেখছি......টিভিতে ঘোষণা হইল কাল ঈদ....আমিও জানলাম কাল ঈদ

আর কালকে ঈদ হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বো আমি.... কিছু অতিরিক্ত টাকা থেকে বঞ্চিত হব



সবাই একটু আমার জন্য দোয়া কইরেন...আগেরটার মত এবারও জানি আমার ভবিষ্যৎ বাণী ব্যর্থ হয়।কালকে জানি ঈদ না হয়



আল্লাহ এই গরিবের মুখের দিকে একবার তাকাইয়ো।