ভালই তো চলছিল সবকিছু।সব কথাই বলতাম আমরা...মাঝে মাঝে ভাবতাম এভাবেই যদি চলত শেষের আগ পর্যন্ত!তোমাকে আর সবার মতো ভাবিনি যে...তুমি যে আমার প্রতি দুর্বল হয়ে পড়ছ একটুও টের পাই নি,পেলে দূরে সরে যেতাম।তোমার মন কে কিছুতেই আর সুযোগ দিতাম না।
তোমার কিছু কথা তেও অভয় পেয়েছিলাম।হয়ত এমন টা ঘটবে তুমি নিজেও পাও নি।আর নিজেকে নিয়ে আমি একদম ই চিন্তা মুক্ত ছিলাম।কাওকে ভালবাসা আমাকে দিয়ে কখনই হবে না।তাইতো চাই না কেও আমাকে ভালোবাসুক।আমার বন্ধুত্বের হাতছানি কে তুমিও ভালবাসা বলে ভুল করলে।তবে আমার কি আরো কঠিন হওয়া উচিৎ?!
শত ভালোবাসার হাতছানি উপেক্ষা করেও যাকে ভালবাসতে চাই,তাকে কেন যেন ভালবাসতে পারিনা...বলতেও পারিনা,বোঝাতেও পারিনা.....
তার ভালবাসা হয়ত আমার থেকে আরো বেশী গভীর,তাই আমার টা ধরতে পারে না।আর সে যখন প্রশ্ন করে ভালোবাসার মানে কেন যেন অতলে ডুবে যাই!আসলেই তো!ভালবাসা কারে কয়
সখি, ভাবনা কাহারে বলে।
সখি, যাতনা কাহারে বলে।
তোমরা যে বলো দিবস-রজনী – ‘ভালোবাসা’, ‘ভালোবাসা’
সখি, ভালোবাসা কারে কয়!
সেকি কেবলি যাতনাময়।
সেকি কেবলই চোখের জল?
সেকি কেবলই দুখের শ্বাস? …