লতা মুঙ্গেশকর আমার প্রিয় একজন শিল্পী।শুধু আমার প্রিয় বললে ভুল বলা হবে....আমাদের বাসার সবারই অনেক প্রিয়।প্রিয় শিল্পীর ভালোলাগা কিছু গান....
একবার বিদায় দে মা ঘুরে আসি....
হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী..../ এই সেই বিখ্যাত গান...ক্ষুদিরামকে নিয়ে....
সাতভাই চম্পা জাগোরে জাগোরে....
ঘুম ঘুম কাটেনা ঘুমেরই ঘোরে..../ এই গানটা আমার খুউব প্রিয়
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও...
আমি চিরদিন তোমারি তো থাকবো..../
প্রেম একবারই এসেছিলো নিরবে...
আমারই দুয়ার প্রান্তে ..../
আষাড় শ্রাবণ মানেনা তো মন....
ঝরো ঝরো ঝরো ঝরো ঝরেছে..../
যারে..যারে উড়ে যারে পাখি....
ফুরালো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা..../
ও মোর ময়নাগো...কার কারণে তুমি একেলা....
কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা..../ জনপ্রিয় একটা গান...