ব্লগে ম্যুভি রিভিউ লেখা ব্লগারের অভাব নেই। যখন এই পোস্ট লিখতে বসেছি তখনও নির্বাচিত পাতায় দু'টো রিভিউ পোস্ট শোভা পাচ্ছে। ব্লগে দূর্যোজী, নাফিজ, দারাশিকো, দীপ, রুশো এর মত রিভিউ লিখিয়ে থাকতে নতুন করে আরেকজন ব্লগার বাড়াতে চাইছিনা যে ম্যুভি রিভিউ লিখবে।
পোস্টে সাম্প্রতিক সময়ে দেখা কিছু ম্যুভি নিয়ে সংক্ষেপে কিছু লেখার চেষ্টা করছি। ম্যুভিগুলো নিয়ে ব্যক্তিগত অভিমত এবং ডাউনলোড লিংক দেয়ার চেষ্টা করবো।
(500) Days of Summer ২০০৯
সর্বশেষ দেখা ম্যুভি এটা। বলা যায় মাত্রই দেখা শেষ করলাম। রোমান্টিক কমেডি ঘরণার এই ড্রামার গল্প টম এবং সমারকে নিয়ে। সামার "ভালোবাসা", "প্রেম" এসবে বিশ্বাস করেনা। দু'জন দু'জনকে পছন্দ করে কিন্তু কোন বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড সম্পর্কে জড়াতে চায়না সামার। এই নিয়েই কাহিনি এগিয়ে চলে।
ম্যুভিটিতে একজন ন্যারেটর গল্প বলেছেন এই দু'জনার এবং ছোট ছোট ঘটনা দিয়ে ম্যুভিটি সাজাঁনো।
একটা লাইন চমৎকার লেগেছেঃ
"Most days of the year are unremarkable. They begin, and they end, with no lasting memories made in between. Most days have no impact on the course of a life."
● আই এম ডি বি রেটিং- ৭.৯
● রোটেন টমাটো- ৮৭%
● উইকিপিডিয়া পেজ- (500) Days of Summer
● ডাউনলোড- টরেন্ট
Heat ১৯৯৫
ব্যাংক ডাকাতি নিয়ে একটি থ্রিলার ম্যুভি। ম্যুভির কাস্টিং সম্পর্কে একটি লাইনই আগ্রহ জাগানোর জন্য যথেষ্ট- ম্যুভিতে লিড রোলে অভিনয় করেছেন আল পাচিনো, রবার্ট ডি নিরো, ভল কিলমার!
চমৎকার ম্যুভি, তবে রানটাইম একটু বেশি মনে হয়েছে (১৭০ মিনিট)। এটি আইএমডিবি টপ ২৫০ লিস্টে ১১৯ নাম্বারে আছে।
● আই এম ডি বি রেটিং- ৮.৩
● রোটেন টমাটো- ৮৬%
● উইকি- Heat
● ডাউনলোড- [link|http://thepiratebay.se/torrent/5913778/Heat_[1995]_DVDRip|টরেন্ট ১] * টরেন্ট ২
Misery ১৯৯০
ধরুন আপনি একজন তুমুল জনপ্রিয় লেখক। সাম্প্রতিক একটা উপন্যাস লেখার কাজ শেষ করে দেখা করতে যাচ্ছেন আপনার পাবলিশার এর সাথে, সংগে আনকোড়া নতুন পান্ডুলিপি। পথে কার এক্সিডেন্ট করলেন। আপনাকে উদ্ধার করলো একজন মহিলা যিনি আপনার নাম্বার ১ ফ্যান। এই মহিলা আবার একজন সাইকোপ্যাথ। সে আপনাকে সুস্থ্য করে তুলবে কিন্তু তাকে ছেড়ে চলে যাবেন এমনটা হতে দেবেনা। তারপর... ...
অসাধারণ একটি সাইকোলজিকাল থ্রিলার। ও বলা হয়নি এটি কিন্তু স্টিভেন কিং এর উপন্যাস অবলম্বনে তৈরী ম্যুভি!
● আই এম ডি বি রেটিং- ৭.৮
● রোটেন টমাটো- ৯০%
● উইকি- Misery
● ডাউনলোড- টরেন্ট
নোটঃ ক্যাথি বেট সাইকোপ্যাথ চরিত্রে চমৎকার অভিনয়ের জন্য সেরা অভিনেত্রি পুরুষ্কার জেতেন (একাডেমি অ্যাওয়ার্ড- অস্কার)
Groundhog Day ১৯৯৩
একজন নাকউচু টাইপের ওয়েদার রিপোর্টার ছোট একটা শহরে যান গ্রাউন্ডহগ ডে -র উপরে রিপোর্ট করতে। রিপোর্ট শেষে যখন ফিরে আসবেন তখন শুরু হয় প্রবল তুষারপাত, ঝর! ফিরতে পারেন না এবং শহরে থেকে যেতে হয়। পরেরদিন ঘুম থেকে উঠে উনি আবিষ্কার করেন তিন "পরের দিন" নয় "আগের দিন"এই রয়ে গেছেন।
কমেডি ধাচের একটি ফ্যান্টাসি ম্যুভি। আইএমডিবি টপ ২৫০ এ ম্যুভিটি ১৭৫ নাম্বারে আছে বর্তমানে। একবারে না দেখে উঠতে পারবেন না গ্যারান্টি দিচ্ছি।
● আই এম ডি বি রেটিং- ৮.১
● রোটেন টমাটো- ৯৬%
● উইকি- Groundhog Day
● ডাউনলোড- [link|http://thepiratebay.se/torrent/4801601/Groundhog_Day_Special_Edition_1993_DvDrip[Eng]-greenbud1969|টরেন্ট]
Lost in Translation ২০০৩
বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে ক্যাটাগরিতে অস্কার জেতা এই ম্যুভিটির শুরুটা পরিবারের সবার সাথে দেখতে গেলে একটু নয় বেশ ভালোই বিব্রত বোধ করবেন।
এটা একটা ড্রামা ম্যুভি। একজন আমেরিকান ম্যুভি স্টার জাপানে এসেছেন একটা হুইস্কির বিজ্ঞাপনের সুটিং করতে। ওখানেই তার পরিচয় হয় তারচেয়ে বয়সে ছোট এক তরুনীর সাথে। তরুনীর হাজবেন্ড প্রফেশনাল ফটোগ্রাফার যিনি স্ত্রীকে সময় দিতে পারেন না বা বলা যায় স্ত্রীর বিষয়ে উদাসীন। ওদিকে চিত্র তারকার বিবাহিত জীবন সুখের নয়। দু'জনার মাঝে গড়ে ওঠে এক ধরণের বন্ধুত্বের সম্পর্ক। তারপর... .... পুরো ম্যুভিটা দেখতে হবে!
● আই এম ডি বি রেটিং- ৭.৮
● রোটেন টমাটো- ৯৫%
● উইকি- Lost in Translation
● ডাউনলোড- টরেন্ট
ভেবেছিলাম ম্যুভি নিয়ে লেখা খুব সহজ। আজ বুঝতে পারছি মোটেই তা নয়
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৪৬