আমাদের অনেকের কাছেই আমেরিকার একটি ভিসা সোনার হরিণের চেয়েও মূল্যবান। অনেক যাচাই বাছাইয়ের পর যোগ্যতর কারও কপালেই শেষ পর্যন্ত এই আকাঙ্খিত বস্তুটির প্রাপ্তি মিলে। কিন্তু মানুষের কোন কর্মই যে শতভাগ নিখুঁত হয়না, তা আবারও প্রমাণিত হলো। হাজার হাজার মেধাবী যেখানে এমব্যাসি থেকে রিফিউজড হয় সেখানে এক মস্তিস্কবিহীন হিজবুতি অনায়াসে ইউএসএ পাড়ি জমায়।
এতো দিন পর্যন্ত এইসব জিনিস পাকিস্তান, আফগানিস্তান থেকে ঝাঁকে ঝাঁকে গেলেও, বাংলাদেশ থেকে এরকম এক পিস পেয়ে এফবিআই মনে হয় সোনার হরিণ পেল। টানা ৬মাস পেলে পুষে ৯/১১ পরবর্তী সবচেয়ে আলোচিত সন্ত্রাসী পরিকল্পনার জন্ম দেওয়া হলো।
সব দেশের নিজস্ব স্ট্র্যাটেজি রয়েছে; সাড়া দুনিয়ার একক পরাশক্তি আমেরিকা তৃতীয় বিশ্বের একটি দেশের কোন উজবুক নাগরিককে নিয়ে কি খেলা করবে তা আমাদের মত দেশের অথর্ব পররাষ্ট্র নীতির বোধশক্তির অনেক উপরে। এই ঘটনা নিয়ে দেশের ভিতরে রাজনীতির কোন অবকাশ নেই। কোন হিজবুতি বা কোন কম্যুনিস্ট কি বলল, সেটা নিয়ে মাথা ঘামানোর কোন প্রয়োজন নেই। সারা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি খানেক বাংলাদেশী আজ থেকে নতুন পরিচয় লাভ করল। সারা দিন ধরে গুগোল, ইয়াহু'র টপ নিউজ হয়ে থাকা এই খবর বোধ করি পৃথিবীর ৬ বিলিয়ন মানুষের আর জানতে বাকি নেই।
এক হারামজাদা নাফিসের জন্য আমাদের এতো দিনের সুনাম আজ পুরোই বিলীন হতে চলেছে। দেশের পক্ষে বলার মত একটা উপযুক্ত মুখও নেই। বিবিসির হার্ড টকার শেখ হাসিনা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত দিপু মনির কোন বক্তব্য প্রথম আলু পেড়িয়ে গুগোল, ইয়াহুতে ইহ জন্মেও পৌঁছাবে না।
শুধু এক ডঃ ইউনুসেরই একমাত্র সামর্থ্য আছে সারা বিশ্বের কাছে বাংলাদেশের মানুষের কথা পৌঁছে দেবার। শুধু উনি বললেই বিশ্ব বাংলাদেশের নামে কোন তকমা লাগানোর আগে নতুন করে ভাববে।
ডঃ ইউনূস- আপনাকে এই জাতি অনেক অপমান করেছে। কিন্তু আপনার অবস্থান তো নিশ্চয়ই অনেক উপরে। এইসব অকৃতজ্ঞদের কর্ম কাণ্ড নিশ্চয়ই আপনি মনে রাখেন নি। দয়া করে, বহির্বিশ্বের কাছে আপনার কণ্ঠ পৌঁছে দিন। সারা পৃথিবীকে জানিয়ে দিন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এদেশের মানুষ শান্তি প্রিয় মানুষদের কাহিনী ছড়িয়ে দিন সারা বিশ্বে।
আমরা যারা বাহিরে আছি, তারা জানি অবস্থা কতটা গুরুতর। গতকাল থেকে কারও সাথে পরিচিত হয়ে দেশের নাম বললে অবাক চোখে তাকিয়ে থাকে। সেই দৃষ্টিতে মিশে থাকে বিস্ময়, কৌতূহল; যা কয়দিন পরেই আতঙ্কে রূপান্তরিত হবে। ডঃ ইউনূস আপনি আজ এই জাতীয় সমস্যায় দেশের পাশে এসে দাঁড়ান, জাতি আজীবন কৃতজ্ঞ থাকবে আপনার প্রতি।