এটা আমার জীবনের প্রথম ব্লগ পোস্ট।একই সাথে আমার জীবনের প্রথম স্বরচিত কবিতা।সবাই দোয়া করবেন আমার ব্লগ জ়ীবন যাতে সুন্দর হয়।
আমার এই কবিতা বাংলাদেশের সকল মেধাবী ব্লগার এবং পৃথিবীর সকল নিপীড়িত মানুষকে উৎসর্গ করলাম।
হারানো প্রেম ও প্রেয়সী!!!
ছুটে যেতে মন চায় সেখানে।
যেখানে দুরন্ত বাতাস,বৃষ্টির রেনু উড়িয়ে ছুটে চলে
অজানার পথ ধরে,কোন নাম না জানার দেশে।
কিংবা,
কালের পথ ধরে কোন সুদূর অতীতে,
কোন হারানো প্রেয়সীর খোঁজে।
হারিয়ে ছিল যে কালের আঁধারে,
কিন্তু আজও চির অম্লান স্মৃতির দর্পণে।
তারা খচিত রাতের সীমাহীন আকাশ যার অপেক্ষায়,
অনন্তের পানে চেয়ে থাকে,অনন্ত কাল ধরে।
যার জন্য মরুর তৃষিত বুকে হাহাকার বাজে,
মেঘময় ঝড়ের আকাশ হয় মহাকাব্য।
হয়ত তাকে আবার খুজে পাবো,
কোন সুদূর প্রভাতের কুয়াশা ভেজা আলোয়।
যার জন্ম হবে সুধুই আমার জন্য,
একান্তভাবেই আমার,
আর......
............একান্তভাবেই দুজনার।