০১. গোলাম আযমের গ্রামের ঘরবাড়ী ভেঙে দিয়েছে গ্রামবাসীরা।
০২. কয়েক জায়গায় ইসলামী ব্যাংকেরও এটিএম বুথ ভেঙে দেওয়া হয়েছে।
০৩. কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি প্রণয়নের উদ্দেশ্যে আইন সংশোধন করা হচ্ছে।
০৪. দিগন্ত টিভির সম্প্রচারও অনেক ক্যাবল অপারেটর বন্ধ করে দিচ্ছে।
০৫. দেশের বিভিন্ন স্থানে 'দৈনিক সংগ্রাম', 'দৈনিক নয়া দিগন্ত' ও দৈনিক 'আমার দেশ' পত্রিকা পুড়িয়ে দিয়েছে তরুণ প্রজন্ম।
০৬. কবীর সুমনের পথ ধরে ধীরে ধীরে এগিয়ে আসছেন বাংলাদেশের সঙ্গীতশিল্পীরাও। শিরোনামহীন কালকে ৬টায় উপস্থিত থাকবে। এর আগে বাপ্পা মজুমদারও ফেসবুকের মাধ্যমে বিদেশ থেকে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে। আগামীকাল অর্থহীনও মাঠে উপস্থিত হতে যাচ্ছে!
কুকুর-বিড়াল মারিস না- রাজাকার ছাড়িস না।