প্রায় একবছর আগে হাসান মাহবুব তার বন্ধুদের নিয়ে একটা আড্ডাবাজির পোষ্টে অনেক মজা করেছিলেন...
সম্প্রতি হাসান মাহবুব বছর খানেকের সেই পুরানো আড্ডাবাজীর পোষ্টটাকে আরো হিউমারাস করার জন্য ওটার টাইটেল ও কন্টেন্ট বদলে দিতে চাইলেন! পুরানো আড্ডাবাজির পোষ্টে নতুন শিরোনাম, নতুন কন্টেন্ট... বিষয়টা নিয়ে আবার আড্ডা জমানো — আমার কাছে অস্বাভাবিক ঠেকেনি।
কোন ব্লগার প্রয়োজন মনে করলে তিনি তার পোষ্ট এডিট করতেই পারেন! আর আড্ডাবাজির পোষ্ট তো আরো হিউমারাস করার চেষ্টা হতেই পারে, কিন্তু আমার মাথায় আসছে না, বদলে যাওয়া টাইটেল বৈশ্বিক উষ্ণায়ন হলে সেটা কিভাবে আরও হিউমারাস হয়!!! বাংলাদেশের পরিবেশ ব্যাবস্থার উপর হুমকি কি কারো কারো কাছে রসিকতার বিষয়বস্তু? হাসান মাহবুব এবং তার আড্ডাবাজির পোষ্টের সহবন্ধুরা কি গ্লোবাল ওয়ার্মিং তথা পরিবেশ বিপর্যয় রোধ করার বিষয়ে সাংঘাতিক কিছু অর্জন করে ফেলেছেন, যাতে আগামী দিন গুলো আমরা বেশ হাসি তামাশায় কাটিয়ে দিতে পারি?
আগামী দিনের বাংলাদেশ কি ধরনের ভয়াবহ পরিস্থিতির শিকার হতে পারে এবং তা নিয়ে হাসান মাহবুব এবং তার তরুন বন্ধুরা কতটুকু সচেতন, হাসান মাহবুবের এই পোষ্ট পড়ে সে আশঙ্কা জেগেছিল বেশ তীব্র ভাবেই... মজা করা আর বালখিল্যতার মাঝে স্পষ্ট একটা লাইন আছে, হাসান মাহবুবের তরুন বন্ধুরা তা বুঝি ভুলেই গিয়েছিলেন।
ব্লগের অনেকেই বিষয়টা লক্ষ্য করে পীড়িত হয়েছেন। তবে সুখের কথা কমবয়েসী ছেলেমেয়েদের প্রতি মুরুব্বিদের স্বভাবসুলভ নাক কুঁচকানোর রাস্তায় কোন ব্লগার হাটতে চান নাই। ফলে এটা নিয়ে কেউ তেমন ভাবে সোচ্চার হন নাই। তারা হয়তো অপেক্ষা করেছেন, তরুন বন্ধুদের একটা বোধোদয় হবে, এই আশায়...
সামহোয়্যারের তরুন বন্ধুদের প্রতিনিধি হিসাবে আজ হাসান মাহবুব নতুন একটা পোষ্ট দিয়ে তার এই কাজ কর্মের একটা ব্যাখা দিয়েছেন, যেখানে খুবই প্রশংসনীয় ঢংএ তিনি তার কাজের আত্মসমালোচনা করেছেন। পরিবেশ বিপর্যয় সংক্রান্ত বিষয় নিয়ে যে তিনি ওয়াকিবহাল, সেটাও তিনি উল্লেখ করেছেন... ভাল লেগেছে একজন সহব্লগার হিসাবে হাসান মাহবুবের এই সরল স্বীকারোক্তির। নিঃসন্দেহে তার এই সৎসাহসের মধ্যে অপার সৌন্দর্য্যের একটা দিক আছে।
কম্যুনিটি ব্লগ সাইট হিসাবে আগামী দিনগুলিতে সামহোয়্যারের সদস্যদের কাছে হাসান মাহবুবের এই সাহসী উপলদ্ধি নিশ্চয়ই উদাহরন হিসাবে উল্লেখ হবে! সবশেষে হাসান মাহবুবের কাছে দাবী — বৈশ্বিক পরিবেশ বিপর্যয় নিয়ে বাংলাদেশ কি পরিমান ঝুঁকির মধ্যে আছে, এ বিষয়ে তার গোছানো ভাবনা চিন্তা তিনি আমাদের কাছে পেশ করবেন। পরিবেশ বিপর্যয় নিয়ে সামহোয়্যারে যে আলোচনা শুরু হয়েছে, তাতে সামিল হয়ে এ বিষয়ে আগামী কোন পোষ্টে হাসান মাহবুব নিশ্চয়ই সক্রিয় ভাবে অংশগ্রহন করবেন। এমন কি তার বদলে দেওয়া আড্ডা পোষ্টের শিরোনাম " বৈশ্বিক উষ্ণায়ণ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধি-আমাদের করণীয়" শিরোনামেই এটা তিনি লিখতে পারেন।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩১