
DEUTSCHE WELLEতে বাংলা অনুবাদের এত ভয়ঙ্কর অবস্থা কি করে হলো, এ সবের মান নিয়ন্ত্রনের দ্বায়ীত্বে কারা? দয়া করে কেউ কি তাদের বোঝাবেন, ভারতীয় ক্রিকেট দলে কে অধিনায়কত্ব করবে, এই সিদ্ধান্ত নেওয়া একমাত্র ভারতীয় ক্রিকেট বোর্ডের এখতিয়ারে। ধোনিকে বরখাস্ত করতে পারে একমাত্র ভারতীয় ক্রিকেট বোর্ড এবং এখনও তারা ধোনিকে বরখাস্ত করেন নাই ... !!!
আসল ঘটনা হলো, ভারতীয় অধিনায়ককে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আই সি সি স্লো ওভার রেটের কারনে আগামী দুই ম্যাচ নিষিদ্ধ করেছে (ব্যানড) এবং অবশ্য কোন ভাবেই তা বরখাস্ত নয়। আই সি সি চাইলেও ধোনিকে বরখাস্ত করতে পারে না, এটা তাদের কাজও নয়।
DEUTSCHE WELLE যদি ক্রিকেট ভাল না বোঝেন, তবে আপনারা ক্রিকেট বাদ দিয়ে অন্য সব কিছু নিয়ে লিখতে থাকুন, আর বিভ্রান্তিকর ক্রিকেটের খবর প্রচারের থেকে আমাদের রেহাই দিন।
দিনের শেষে এ ধরনের বিদঘুতে খবর ক্রিকেট অনুরাগীদের কোন কাজেই লাগে না, বিশ্বাস করুন...।
* ধোনির ছবি গার্ডিয়ান ইউ কে'র সৌজন্যে