আওয়ামীলীগের জাতীয় কাউন্সিল শেষ হয়েছে, সদ্য ঘোষিত পুর্নাঙ্গ কমিটির তালিকাও আমরা ইতিমধ্যে জেনে গেছি।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের জমানায়, আওয়ামীলীগের যে সমস্ত হেভিওয়েট নেতারা দলের মধ্যে গনতান্ত্রিক সংস্কার (পড়ুন শেখ হাসিনার নেতৃত্বকে চ্যালেঞ্জ) করতে চেয়েছিলেন, তাদের রাজনৈতিক ক্যারিয়ার প্রায় খতম। বলা যেতে পারে, হেভিওয়েট এই সব নেতাদের প্রেসিডিয়ামের গুরুত্বপুর্ণ পদ থেকে সরিয়ে দিয়ে শেখ হাসিনা তাদের কফিনে সর্বশেষ পেরেকটি ঠুকে দিয়েছেন।
শেখ হাসিনার এই সব পদক্ষেপ দেখে তার রাজনৈতিক প্রজ্ঞার ভুয়ষী প্রশংসা করেছেন, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। সেই সাথে নিজ দলের সংস্কারপন্থি নেতাদের জেনারেল মঈনের দালাল বলে আখ্যায়িত করে তাদের প্রতি এক হুশিয়ারিও উচ্চারন করেছেন...
দেখে শুনে ভাল লাগছে, সালাউদ্দিন কাদের চৌধুরী দালাল শব্দটির প্রায়োগিক অর্থ খুঁজে পেয়েছেন। সে অর্থ সঠিক নাকি ভুল, সে বিতর্কে আমরা যাচ্ছি না, এখনই।
আপাতত সাকা চৌধুরীকে নিয়ে কিছু বাতচিত করতে চাই। কেউ আছেন নাকি?
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:০৩