
সকালে বাজার করতে গিয়েছিলাম। ভাল মানের যে পেয়াজটা আছে সেটা দোকানদার বললো ১০৫ টাকা কেজি। পরিচিত বলে দু'টাকা কম রেখেছে। ৫ কেজির স্থলে কিনলাম ২ কেজি। আর একটু কম কোয়ালিটির টা ৯০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক কথায় সুপার্ব পারফরমেন্স। তো পিয়াজের এমন দাম শুনে মাথা এতটাই প্রশান্তিতে ঠান্ডা হয়ে গেল যে, গরম ধুয়া বের হতে লাগলো মাথা থেকে. বাসায় এসে ভাবলাম, এমন চমৎকার পারফরমেন্সের জন্য পিয়াজ খানের ডিজিটাল কোচ ফারুক খানের অবদানতো কম নয়। তাই ফারুক খানকে এজন্য একটা গণ-সংবর্ধনা দিলে কেমন হয়। ভাবা থেকে কাজ শুরু করলাম। এত বড় সাফল্যের জন্য স্থানীয়ভাবে সংবর্ধনা দিলেতো হবেনা এর জন্য আর্ন্তজাতিক মেহমানরা বিশেষ করে পার্শ্ববতি নানা বাড়ির লোকজনকে দাওয়াত না দিলে কেমন হয়। যাক দাওয়াত সহ অন্যান্য আনুসাংগীক কাজ সাড়ার পর মাথায় দেবার জন্য পিয়াজ খানের তৈরী বিশেষ টুপি, গলায় পড়ানোর জন্য পিয়াজের বউয়ের তৈরী সুদৃশ্য মালাও রেডি করা হলো সংবর্ধনা অনুষ্ঠানের জন্য। চারিদিকে সাজ সাজ রব....টক অব দ্যা ভারত মহাদেশ...একটাই স্লোগান সবার মুখে, ডিজিটাল কোচ ফারুক খানের আলুকিক কোচিংয়ে পিয়াজ খানের সেঞ্চুরী: ১০৩ রানে অপারজিত (ব্যাটিং)।


চলুন শুরু করা যাক তাহলে সেই ঐতিহাসিক-বহুল প্রতিক্ষিত সেই গন-সংবর্ধনা-
শুরুতেই দেখুন সাদামাটা জীবন-যাপনে করতে অভ্যস্ত মন্ত্রী লোকাল ট্রেনে করে অনুষ্ঠানস্থলে আসার ছবি-

অনুষ্ঠানস্থলে আসা মাত্রই সাংবাদিকরা প্রিয় ফারুক ভাইয়ের সাথে-

এরপর শুরু হলো আসল অনুষ্ঠান পর্ব, শুরুতেই গাদা ফুলের মালা পড়ানো হয় মন্ত্রীকে-
এরপর অনুষ্ঠানের আকর্ষনীয় সেই মহেন্দ্রক্ষন্টি আসে, পিয়াজ খান তার হাতে তৈরী বিশেষ পিয়াজ খচিত টুপি পড়িয়ে দিলেন ফারুক খানকে-



এরপর পিয়াজের বঊয়ের তৈরী মালা পড়ানো হয়-

অনুষ্ঠানে যোগ দিতে ভারত থেকে বিশেষ মালা পড়ে আসেন বিজেপি(ভারত) মহিলা মোর্চার নারী নেত্রীরা।

উনি ফারুক খানের জন্য ভারত থেকে এই মালা নিয়ে এসেছেন-



পাকিস্তান থেকে আসেই এই বুরকা পড়া খালাম্মা-


মন্ত্রীকে পেয়াজ পেয়াজ খেলার মনুমুগ্ধকর কসরত প্রদর্শন করছেন একদল স্থানীয় জনতা-
মালা পড়ানোর এগে পিয়াজ খানের ওয়াইফ-
যাক পোস্ট শেষ করছি আইডিয়া ধার করা একটা ছড়া দিয়ে-
বানিঝ্যমন্ত্রী ডিজিটাল থিম
ফারুক খাঁন খান কি!
পেঁয়াজ খেতে চান কি
পেঁয়াজ তিনি খান না,
মুখে ঘন্ধ চান না।
ফারুক খাঁন খান কি!
চিনি খেতে চান কি!!
চিনি তিনি খান না,
ডায়াবেটিস চান না।
ফারুক খাঁন খাঁন কি!!
খাঁনের শেষে 'কী' টা মিলুক
এটাই তিনি চান কি!!


ফুল কবিতার লিংক- View this link
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:১৫