খবরে প্রকাশ, ৪০ বছর আগে অভিনয় শুরুর প্রাক্কালে আজমীর শরীফ গিয়ে মানত করেছিলেন অমিতাভ বচ্চন। মানত হিসেবে মাজারে সূতা বেধেছিলেন তিনি । জানা গেছে মানত পূরণ হওয়ায় ৫ জুলাই তিনি আজমীর শরীফ যাবেন ও সূতা খুলে ফেলবেন । এ প্রসঙ্গে বিগ বি ব্লগে লিখেছেন , 'দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থ আজমীর শরীফে যাওয়ার পরিকল্পনা করেছি । একটা বিশ্বাস প্রচলিত আছে কোন ইচ্ছা পূরণের উদ্দেশ্যে মঈনুদ্দিন চিশতীর মাজারে সূতা বাধলে ইচ্ছা পূরণ হয় । ৪০ বছর আগে অভিনয় শুরুর প্রক্কালে এই বিশ্বাস থেকেই আমি সূতা বেধেছিলাম ।
সূত্রঃ বিডি নিউজ ।
এখানে আমার নিজস্ব কিছু বক্তব্য ছিলো । প্রথমত ইসলামে এসব মাজারে মানত করার কোন প্রথা নাই । তারপরও যারা করে এটা তারা নিজ দায়িত্বে করে । কবর পাকা করারই নিয়ম নাই আর মাজার করা তো বহু দূরের কথা । তো অমুসলিমগণ দুনিয়ার ইচ্ছা পূরণ করার জন্য মুসলিম পীরের মাজারে যান অথচ মৃত্যুর পরে কি হবে সে সময়ের মানত নিয়ে মুসলমান পীর কি বলেছিলেন তা নিয়ে ওনাদের কোন ভাবনা নাই । ওনার কবরের কাছে মানত না করে বরং উনি কি জন্য সেই মধ্যপ্রাচ্য থেকে ভারত এসেছিলেন আর কি করে গেছেন, কি বলে গেছেন সেটা জেনে তা পালন করলে আরও উপকার কি হত না ?
কোন মানুষেরই কোন ক্ষমতা নাই , ক্ষমতা একমাত্র স্রষ্টারই । এ সহজ সূত্রটা যে বুঝে, জানে ও মানে । তার কারো কাছে যাওয়া লাগে না বা কোন সূতা বাধতে হয় না । নিজেই সরাসরি তার কছে চাইতে পারে ।
দেখুন বেদ কি বলেঃ
'আদিতে তিনি-ই ছিলেন । সৃষ্টির সবকিছুর উৎসও তিনি-ই । সমগ্র অস্তিত্বের তিনি-ই প্রভূ । আকাশ ও ভূ-মন্ডলে বিরাজমান সবকিছূর তিনি-ই লালনকারী । অন্য কারো কাছে নয়, শুধুমাত্র সেই মহাপ্রভূর কাছেই আমাদের সবকিছূ সমর্পন করছি ।' [অথর্ববেদ- ৪.২.৭]
আল-কুরআনের বাণীঃ
'তুমি কি জানো না নিঃসন্দেহে মহাকাশ মন্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই । আর তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোন সাহায্যকারী নেই ।' (সূরা আল-বাকারা ১০৭)
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫০