১৯৭১ সালে যে যুদ্ধ হয়েছে তা সিআর দ্ত্ত বাবুদের জন্য করা হয়নি । করা হয়েছে স্বাধীনতার জন্য সকল বাংলাদেশের পক্ষ থেকে । স্বাধীনতার পর থেকেই ভারতীয় দালাল ও তার অনুচররা বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর চেষ্টা চালাচ্ছে । স্বাধীনতার পর ইন্ডিয়া ধর্মনিরপেক্ষতা যুক্ত করে দেয় এবং ইন্দিরা গান্ধী সংসদে বলেন , এক হাজার সাল কা বদলা লে লিয়া । ৪০ বছর পর দেশবাসী ও যুবসমাজ এখন বুঝতে পারছে বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখাই ভারতের সহযোগিতার একমাত্র উদ্দেশ্য । কথাগুলো বলেছেন বাংলাদেশ গণফ্রন্টের ভারপ্রাপ্ত মহাসচিব নূর আলম ।
তিনি আরো বলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী যা বলেছেন তা সঠিক নয় । এক কোটি হিন্দু ছাড়া চৈাদ্দ কোটি জনগণই ভারত বিরোধী ।
সূত্রঃ আজকের দৈনিক ইনকিলাব ।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১১ দুপুর ১২:০৬