ভারতীয় মন্দিরে কল্কি অবতারের ছবি
১.
স্বামী জগদীশ্চরানন্দ মহাশয় তাঁহার কল্কী নামক গ্রন্হে উল্লেখ করিয়াছেন যে, ভারতের বিভিন্ন মন্দিরে দশ অবতারের মূর্তি চিত্রিত বা ক্ষুদিত আছে । তন্মধ্যে অন্ধপ্রদেশের কাকিনাড়ার নিকটবর্তী আন্নাভরম পাহাড় চূড়ায় বহু প্রাচীন এক বিষ্ঞু মন্দির অবস্হিত আছে । উহার দেওয়ালে দশ অবতারের মূর্তিসমূহ সুষ্পষ্ট ভাবে ক্ষুদিত আছে । সেখানে কল্কীকে বীর বেশে একটি সাদা ঘোড়ার উপর আরোহিত অবস্হায় দেখান হইয়াছে ।
এখানে একটি বিষয় সবিশেষ প্রনিধানযোগ্য যে, সাদা ঘোড়া পৃথিবীতে খুবই দুষ্প্রাপ্য । ভারতের কোথাও উহা পাওয়া যায় না । ইহা দ্বারা সুষ্পষ্ট নির্দেশিত হয় যে, কল্কী অবতার ভারতবাসী হইবেন না । একমাত্র আরব দেশের শ্বেত অশ্বই পৃথিবী বিখ্যাত ।
ইন্তিকালের সময় হযরত মোহাম্মদ (সাঃ) এর সম্বলের মধ্যে ছিল একটি শ্বেত অশ্ব, কিছু যুদ্ধাশ্র এবং একখন্ড জমি । এই জামিটুকুও ইন্তিকালের পূর্বে দান করিয়া দেওয়া হইয়াছিল ।
২.
যর্জুবেদের রুদ্র এবং কল্কিপূরাণে কল্কি অবতার সম্পর্কেই ভবিষ্যদ্বাণী করা হইয়াছে যে তিনি অশ্বপতি হইবেন এবং যুদ্ধ দ্বারা ধর্ম শত্রু ও কলির বিনাশ সাধন করিয়া ধর্ম প্রতিষ্ঠা করিবেন । পৃথিবীর ইতিহাসে হযরত মোহাম্মদ (সাঃ) ছাড়া অন্য কাউকে সেইরূপ দেখা যায় না ।
[মহানবী (সাঃ) এর ব্যবহৃত তলোয়ার- যা বর্তমানে তুরস্কে সংরক্ষিত আছে]
যাহার কারণে খৃষ্টানগণ বিদ্বেষবশতঃ তাহার সম্পর্কে বলিয়া থাকেঃ
The Koran with one hand and the Sword with the other (History of the Arabs, ch xi) " একহাতে কোরআন , অন্য হাতে তরবারী ।"
কিন্তু তিনি ব্রক্ষ কর্তৃক প্রেরিত হইয়া ব্রক্ষ-ধর্ম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে আর্বিভূত হইয়াছেন । সুতরাং তাহার শত্রুগণ, বিদ্বেষীগণ যাই বলুক না কেন, তিনি তারা দায়িত্ব অবশ্যই সমাধা করিবেন এবং তিনি তাহাই করিয়া গিয়াছেন ।
--চলবে-------
নিচে যর্জুবেদের রুদ্র নিয়ে লেখা আমার দুটি পোষ্ট এর লিংক দেয়া হল, আগ্রহীরা পড়ে দেখতে পারেন । ধন্যবাদ ।
যর্জুবেদে মোহাম্মদ (সাঃ)- মুন্ডিত কেশ রুদ্র নেড়ে -১
যর্জুবেদে মোহাম্মদ (সাঃ)- মুন্ডিত কেশ রুদ্র নেড়ে -২
সূত্রঃ
১. সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ, ২য় খন্ড, ৩৩০ পৃঃ, মুহাম্মদ (সাঃ) অধ্যায় ।
২. বেদ - পুরাণে আল্লাহ ও হযরত মোহাম্মদ (সাঃ) - ধর্মাচার্য অধ্যাপক ড. বেদপ্রকাশ উপাধ্যায়, ইসলামী সাহিত্য প্রকাশনালয়, ৪৫, বাংলাবাজার, ঢাকা-১১০০.
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১১ রাত ৮:২৩