অনেক দিন আগে হযরত আদম (আঃ) এর শ্রীলংকায় অবতরণ, শ্রীলংকায় উনার পায়ের ছাপ ও আদম সেতু নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম ।
Click This Link
তখন প্রাসঙ্গিকভাবে মহানবী (সাঃ) এর নিম্নোক্ত হাসিদটি উল্লেখ করেছিলাম ,
"আল্লাহ আদমকে প্রচুর চুল দিয়ে একজন লম্বা মানুষ হিসেবে তৈরী করেছিলেন যেন একটা লম্বা তাল গাছ " (বুখারী-৩৩২৬, মুসলিম-২৮৪১)
যা নিয়ে তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন । আজকে একজন ব্লগারের একটি পোষ্ট দেখলাম যে বিজ্ঞানীরা বলছেন যে মানুষ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং পূর্বের তুলনায় তারা বর্তমানে অনেক ছোট ।
Click This Link
এই প্রেক্ষাপটে এখন কি বুঝা যাচ্ছে না যে, বিজ্ঞান দিয়ে সব সময় ধর্মের সব কিছু যাচাই করা ঠিক নয় । বরং বিজ্ঞানের জ্ঞান অসম্পূর্ণ আর কুরআন ও হাদিস হলো ওহী, যা নিয়ে কোন সন্দেহ নেই । যার অনেক কিছুই মানুষের স্বাভাবিক জ্ঞানে, বিজ্ঞানে প্রথমত অনাবিস্কৃত থাকলেও বা না বুঝলেও পরে বিজ্ঞানের উন্নতির ফলে তা সঠিক প্রমাণিত হয় ।