আওয়ামী লীগও দেখা হলো , বিএনপি ও দেখা হলো । খালেদা আসলে হাসিনার পিছনে লাগে আর হাসিনা আসলে খালেদার পিছনে । যেন দুইজন দুই সতীন । কারো পিছ কেউ ছাড়েনা । আমি বড় আশা করেছিলাম যে হাসিনা এইবারের টার্মে বুঝে শুনে দেশ চালাবে । পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগাবে । কিন্তু না, মনে হচ্ছে যেন এবারে সে আগেরবার থেকেও খারাপ করবে । হাসিনার ছেলে জয়ের কোন সম্ভাবনা আমি দেখিনা । তার থেকে কোন ভালো কথা আজ পর্যন্ত শুনি নাই । আমার মনে হয়না সে এদেশ মূখী হবে ।
বি এন পির যে বদনাম হয়েছে তা উদ্ধার করতে এক যুগ লাগবে । খালেদার আশেপাশে এখন তেমন যোগ্য লোক নাই আর তারেকের উপর আমার মনে হয়না মানুষের বিশ্বাস আছে । একজন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ছেলের যদি এত লোভ থাকে , যে হতে পারে পরবর্তী প্রধান মন্ত্রী , সে দেশের প্রধান না হয়েই যদি এরকম করে তো হলে কি করবে ?
আর কি কিছু দেখার বা বুঝার বাকী আছে এই দুইজন সম্পর্কে । এখন বাকী আছে আমাগো এরশাদ চাচা । এই বূড়া বয়সে আমার মতে তারে একটা চান্স দেওয়া দরকার । উনার মধ্যে উগ্রতা কম । আমার মনে হয়না বিচার বুদ্ধি এতটা খারাপ । নয় বছর একটানা দেশ চালিয়েছে । মাইয়া মানুষের পাল্লায় পড়ে মাথা নষ্ট না করলে ও ছাত্রগো একটু নরমভাবে ডিল করলে এরশাদের এত বদনাম হতো না ।
আসুন এই দুই সতীনের হাত থেকে বাংলাকে উদ্ধার করি । এছাড়া এই মূহুর্তে আর কি কোন সমাধান আছে ?
কি বলেন আপনারা ?
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৭