১৪০০ বছর আগে মহানবী (সা.) যা বলে গেছেন , আজো তা সত্য প্রমাণিত হচ্ছে । ইসলাম পূর্ব সময়ে আরবে ব্যাপক মদপান প্রচলিত ছিল । এমন কি ইসলামের প্রথম দিকে তা নিষিদ্ধ ছিলো না । পরে তা আল্লাহ মদ্য পান নিষিদ্ধ করে আয়াত নাযিল করেন ।
মহানবী (সা.) উনার সাহাবীদের মদ্য পান ত্যাগ করার উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, " তোমরা মদ পরিত্যাগ কর । কারণ ওটা সকল ঘৃণ্য কাজের জননী ।"
মহানবীর কথাটা খেয়াল করুন । তিনি শুধু তা নিষেধ করেই ক্ষান্ত হতে পারতেন, তা না করে এর খারাপ প্রভাবটা কি তাও বলে দিলেন । যা এই বিংশ শতাব্দীতেও অক্ষরে অক্ষরে সঠিক পরিগণিত হচ্ছে ।
গত ২৪/০৩/২০১১ অষ্ট্রেলিয়ার সর্বাধিক প্রচারিত সিডনী মর্নিং হেরাল্ড এর প্রকাশিত সংবাদ হলো - মদ্যপানের ফলে অষ্ট্রেলিয়ার নৈাবাহিনীতে মহিলা নাবিকদের প্রতি পুরুষ নাবিকদের খারাপ আচরণ বেড়ে গেছে , বিশেষ করে সেক্সুয়াল হেরেসম্যান ।
নাবিকরা সেক্সুয়াল লেজার রাখে , কে কত নারী নাবিকের সাথে বিছানায় যেতে পেরেছে তার রিপোর্ট । কত জঘন্য ও নোংরা বিষয় নিয়ে তারা প্রতিযোগিতায় নেমেছে । এদের এই কাজের মূল হল মদ্য পানের খারাপ প্রভাব । ডিফেন্স ফোর্সের তিন বাহিনীর প্রধান গণ একে 'ক্যানসার' এর সাথে তুলনা করে মদ্য পান কর্মক্ষেত্রে বন্ধ করার হুমকি দিয়েছেন এবং প্রমোশনের সময় এসব খারাপ আচরণের রিপোর্ট চেক করার নির্দেশ দিয়েছেন ।
নৈাবাহিনীর প্রধান সৈনিকদের মদ্য পান করতে নিষেধ করতে গিয়ে বলেছেন , এটা তোমাদের ক্যারিয়ার ধ্বংস করে, সম্পর্ক নষ্ট করে এবং এমন কি তোমাদের মৃত্যুর মুখে ঢেলে দেয় ।
হাজার বছর পূর্বে মহানবী (সা.) যা বলে গেছেন, আজো তা সত্য প্রমাণিত ।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১১ দুপুর ১২:০৪