তোমার আগমনে রাস্তার মোড়ে মোড়ে তোরণ বাঁধতে পারিনি ।
কিন্তু শার্টের ভাজে বোতামের ফাকে ফাকে
কিছু আশা জড়িয়ে ছিলো, হয়তো সম্পর্ক নামক সুচারু সুতোর প্যাঁচ গুলো খুলে দেবে তুমি,
হয়তো শুধরে নেবে কিছু, কিছুটা শুধরে দেবে আমাকেও ।
হয়তো আরও অনেক ভাবনা,
কিছু বলবে,ছুয়ে দিয়ে সারিয়ে তুলবে অসুস্থ প্রাণ ।
অবশেষে আশা নিরাশার বেণি দুলিয়ে তুমি এলে
আমি আশাহত হলাম
হয়তো আহত ও,এখন আমার শুধু নিহত হতে ইচ্ছে করে ।
খুব ইচ্ছে করে ।
ভাল একটা দিন তারিখ দেখে আমার বুকে একটা
ছুরি বসিয়ে দিলে বড় উপকার হয় ।
হয়তো তারও দরকার হবেনা
সবাই সব কিছু পায়না কথাটি
মেনে নিতে গিয়ে কিছুই পাইনি,
শুধু হারিয়েছি,হারিয়ে যাচ্ছি সব,
একদিন মৃত্যুকে পাবো বলে ।
নীরব বলে ভাসাতে,ডোবাতে এমনকি
পোড়াতেও পারো তুমি ।
পাথর জমাট বাঁধা জল এই সত্য সবাই বোঝেনা ।
কেন জানি মনে হয় একদিন তুমি বুঝবে,
রোগী মন আর সরলতা নিয়ে আসা জটিল পাথরের, পাথর হওয়ার কাহিনী ।
শিশু সুলভ কিছু রাগ আর অভিমান তোমার ভবিষ্যৎ কষ্টের কারণ হবে ।
যাক সেসব কথা, চলে যাবে ?
যাও ।
পাথরের দিকে মায়া করে পাথর বয়ে বেড়াতে নেই । তাই পাথর নয়,নয় একগুচ্ছ গোলাপ কিংবা গিফটের বক্স, বিদায়ে তোমায় দিলাম-
‘স্বাধীনতা’...
এমন অবাক দুখের রাতে আমার ঘরে ফেরা মানা , আমার মত মানুষদের কোন ঘর থাকতে নেই...!!!