তোমাকে কি প্রচণ্ড ভালবাসি
তার একবিন্দুও কি তুমি টের পাওনা ?
এইযে তোমাকে ছাড়া কি ভীষণ কষ্টে
কেটে গেল দুই মাস উনিশ দিন,
এর মাঝে একবার ও কি কেঁদে উঠেনি
তোমার হৃদয় ,শুধু আমার জন্য ?
তোমাকে ভেবেই কাটে আমার সুখ দুঃখ ,
হাসি কান্না আর আলো আধার এর পুরোটা সময়,
আমার বুকের ভেতর প্রচণ্ড অভিমান
এই শহরে ঘুরে বেড়ায় ঝোড়ে বাতাস হয়ে
সেই বাতাসে একবার ও খুলে যায়নি
তোমার চুলের খোঁপা ?
একবারের জন্য ও তুমি এলোমেলো হওনি ?
যতবার তুমি চোখ মেলে চেয়েছ
সেখানে দেখেছি অন্য ছবি
ভেসে বেরিয়েছে অন্য কেউ,আমি নই
যতবার তুমি ঠোট নেড়েছ
আমি কষ্ট পেয়েছি, পাহাড় সম সে কষ্ট।
এখন আমি বুঝতে পারি
সেই কষ্টের মাঝে ও লুকিয়ে ছিল
কতখানি ভাললাগা আর ভালবাসা ।
এখন আমি মনে মনে বলি,শতবার বলি
আবার তুমি ঠোট নেড়ে কও,আমি রইব
আবার তুমি চোখ মেলে রও,আমি সইব
অন্য কারো হাত ধরে হলে ও তুমি আরেকবার
সামনে এসো
আর একবার ।
তুমিও পালালে
আমার বুদ্ধি ও বাড়লো...!!!