# ৫৭ ধারায় হাজারো গ্রেফতার হলেও দলীয় আনুগত্যের কারণে প্রকাশ্যে অস্ত্রের মহড়াবাজদের পুলিশ খুজেই পায় না।
# ইণ্ডিয়ান স্বাধীনতাকামীদের জন্য বাংলাদেশের জিরো টলারেন্স কিন্তু বাংলাদেশী বিচ্ছিন্নতাবাদীদের জন্য ইণ্ডিয়া অভয়ারন্য।
# একাত্তরে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও অনেকে মুক্তিযোদ্ধা। আবার অনেকে একাত্তরে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও অনেকে রাজাকার।
# জিহাদী বই রাখার কারণে গ্রেফতারের খবর নিত্যকার, কিন্তু এসব বই মুদ্রণ, বিতরণ ও বিপণনকারীদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই।
# দেশ ও মানুষের জন্য জীবন বাজি রাখা নেতা নেত্রীদের পরিবারের বড় অংশ বিদেশী নাগরিকত্বের সুবিধাভোগী।
# দেশে অভিনব “সীমিত গণতন্ত্রের” ধারণা প্রবর্তিত হয়েছে।
# দেশে জঙ্গিবাদের সংবাদ পেতে হয় সাইট ইন্টেলিজেন্স / এনআইএ থেকে।
# পাঁচ টাকার কয়েন প্রচলিত আছে কীনা তা অর্থমন্ত্রীর জানা নেই।
# বাংলাদেশের আইনশৃঙ্খলা যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো!
# বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সবচেয়ে বড় বিবেচ্য বিষয় দলীয় আনুগত্য - জ্ঞান নয়। অনেকে গবেষণা পত্র জালিয়াতিতেও ওস্তাদ!
# রাজনীতি হল ক্ষমতার সিড়ি ও বিশেষ বিনিয়োগ – দেশ ও মানুষ পরের কথা।
# রাজনৈতিক দুর্বত্তায়নের ফলে ত্যাগী ও আদর্শবাদী নেতৃত্ব বিকাশের সব পথ বন্ধ।
# লাজ-লজ্জার মাথা খেয়ে রাজস্ব বোর্ড ইণ্ডিয়ার কাছ থেকে ১ টাকা প্রতীকী মাশুল নেয়।
# সকল পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়মিত বিষয় হলেও শিক্ষার মান বাড়ছে।
# সবাই নিজেদের দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের পক্ষে দাবী করলেও আধিপত্যবাদীদের ভূ-রাজনৈতিক কর্তৃত্ব ও আধিপত্যকে বন্ধুত্ব ও মৈত্রী বলেই মেনে নেয়।
# সভা-সমিতিতে “দুই বাংলা এক করে দাও”, “সাতচল্লিশের আগের সীমানায় ফিরে যাওয়া উচিত” বক্তব্য রাখলেও কোন আপত্তি ওঠে না - দেশদ্রোহের মামলা তো চিন্তাতীত।
# সীমানা পেরিয়ে প্রতি বছর ২২০০ কোটি টাকার ফেন্সিডিল আসে বাংলাদেশে, সাথে আসে অনেক বাংলাদেশীদের লাশ।
------------------------------------------------------------------------------------------------------------------------------
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৯