লগ্নভ্রষ্ট ত্রিপদী – “তব ভুবনে, বিবি ভবনে, করে চুরি, অতি যতনে!”
লোভের নেশায়, ভাবি স্বপনে,
রাজকোষ স্ফীত, কী কারণে,
মন উচাটন, বাধন শাসনে।
তস্কর দল কী হাওয়া ভাননে?
কী দারুণ সুযোগ শুভ লগণে,
আড়ালে নিবেদিত, মুদ্রা হরণে।
তব ভুবনে, বিবি ভবনে,
করে চুরি, অতি যতনে,
মহাবিদ্যা – সিদ্ধ সাধনে।
জ্ঞান পাপী মেধা মননে,
স্মিত হাসি, ভোলে ভুবনে,
বীর সাজি, বিনা কারণে।
আদি দাস, প্রভু সেবনে,
সাবাসে অধিপতি... বাকিটুকু পড়ুন