বিপুল সম্ভাবনার দেশ আমাদের বাংলাদেশ। মহান সৃষ্টিকর্তা আমাদের দেশকে দিয়েছেন অশেষ প্রাকৃতিক সম্পদ আর সৃজনশীল মেধাবী জনগোষ্ঠী। এতদসত্ত্বেও আমাদের সম্ভাবনা সার্বিকভাবে বাস্তবায়িত হয় না বিভিন্ন বহুমাত্রিক সমস্যার জন্য যার জন্য প্রকারান্তরে আমরাই দায়ী। বহুমুখী আন্তর্জাতিক প্রভাবও প্রকটভাবে লক্ষণীয়। আমরাই যেন আমাদের অগ্রযাত্রার মূল প্রতিবন্ধকতা। বিচ্ছিন্নভাবে কিছু সাফল্য পরিলক্ষিত হলেও সামগ্রিক মূল্যায়নে আমাদের অবস্থান স্বস্তিদায়ক নয়। অথচ জাতি হিসেবে আমাদের সম্পদ, মেধা ও সক্ষমতার মেলবন্ধন হলে আমরা সন্দেহাতীতভাবে হতে পারি বিশ্বের অন্যতম অগ্রগামী জাতিস্বত্তা।
এখানে চলমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক ঘটনাপ্রবাহের পর্যবেক্ষেণের ভিত্তিতে বাংলাদেশের জন্য ১০টি প্রধান সমস্যা চিহ্নিত করা হলো। এ গুলো হলো -
১। সর্বগ্রাসী দুর্নীতি।
২। প্রকৃত দেশপ্রেমী ও কল্যাণমুখী রাজনীতির অভাব। সুশাসনের অভাব ও প্রশ্নবিদ্ধ বিচারব্যবস্থার স্বাধীনতা। উগ্রপন্থা, মৌলবাদ, False flag নীতির দৃশ্যমান চর্চা ও ক্রমবর্ধমান রাজনৈতিক স্যাবোট্যাজ।
৩। সৎ নেতৃত্ববিহীন ও আদর্শহীন ছাত্রসমাজ, শিক্ষাব্যবস্থার অপর্যাপ্ত আধুনিকায়ন, উচ্চশিক্ষার শোচনীয় মান, মেধা পাচার এবং শিক্ষকদের রাজনৈতিক লেজুড়বৃত্তি। মেধাবীদের অবমূল্যায়ন ও সীমাহীন স্বজনপ্রীতি।
৪। জাতীয় ঐক্যে ও সংহতির অভাব। সাংস্কৃতিক স্বাত্রন্ত্রবোধে উদাসীনতা। জাতীয় নিরাপত্তার নাজুক অবস্থা।
৫। অসচেতন, বিস্মৃতিপরায়ন, আবেগী, হুজুগে ও দলান্ধ আমজনতা।
৬। মাদকদ্রব্যের ভয়াবহ প্রসার ও যথাযথ কর্তৃপক্ষের ব্যর্থতা (এবং যোগসাজশ)।
৭। উৎপাদনশীল শিল্প-কারখানায় রহস্যজনক অগ্নিকাণ্ড, সিস্টম লস, লে-অফ এবং ব্যখ্যাতীত লোকসানী ও দেউলিয়াত্ব। হতাশাব্যঞ্জক সরাসরি বিদেশী বিনিয়োগ ও সঙ্কোচনশীল প্রবাসের শ্রমবাজার।
৮। দাসসুলভ বুদ্ধিজীবী মহল। বুদ্ধিবৃত্তিক চর্চার অর্জন ও প্রসারের চেয়ে দালালী, লোক দেখানো ও বালখিল্য তৎপরতা।
৯। আর্থ-সামাজিক বৈষম্য ও সম্পদের অসম বন্টন, ঋণখেলাফীর প্রাতিষ্ঠানিক স্বীকৃতি - ধনীদের আরো ধনবান হবার ব্যবস্থা।
১০। আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে যথাযোগ্য ভূমিকা পালনে ব্যর্থতা এবং সর্বব্যাপী আপোষকামীতা ও হীনমন্যতা। সরকার ও বিরোধী দলের বিদেশী নির্ভরতা ও নির্লজ্জ তাবেদারী।
এই লেখাটিতে একান্তভাবেই ব্যক্তিগত চিন্তা-ভাবনার প্রতিফলন ঘটেছে। উল্লেখিত চ্যালেঞ্জগুলোর বাইরেও আমাদের সমস্যা ও সীমাবদ্ধতার শেষ নেই। এ বিষয়ে অন্যদের ভাবনা ও মতামত একন্ত কাম্য। সব সমস্যা একেবারেই বা রাতারাতি দূর হবার কোন সম্ভাবনা নেই - বিরাজমান অচলবস্থার নিরসনে প্রয়োজন একটি পদ্ধতিগত ও সময়সাপেক্ষ সংস্কার অথবা সামজিক বিপ্লব। তবুও স্বপ্ন দেখি একটি স্বনির্ভর, স্বতন্ত্র, সমৃদ্ধ ও বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকা গরীয়ান এক বাংলাদেশের – আজকের প্রতিশ্রুতিশীল তরুণ সমাজ এই স্বপ্নকে স্বার্থক করবে বলেই আমরা আশাবাদী।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৫