নীতিমালায় ব্যাপক পরিবর্তন করে খাদ্যশস্য পরিবহনে ইন্ডিয়াকে ট্রানজিট দিল বাংলাদেশ। প্রাথমিকভাবে ১০০০০ টন খাদ্যশস্য পরিবহন করা হবে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ত্রিপুরার খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছেন।
দুপক্ষের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা শেষে এ সপ্তাহেই বাংলাদেশ সরকার প্রয়োজনীয় নির্বাহী আদেশ জারি করেছে। নিরাপত্তাবিষয়ক অনাপত্তি পাওয়া গেলে এ মাসেই বাংলাদেশের ভূমি ও নৌপথ ব্যবহার করে ট্রানজিটের কার্যক্রম শুরু হবে বলে আভাস পাওয়া গেছে।
ইতিমধ্যেই ইন্ডিয়ান ফুড কর্পোরেশন সরবরাহকারী নির্ধারণের জন্য টেন্ডার আহবান করেছে। প্রথম কনসাইনমেন্টে ১০০০০ টন চাউল, গম ও চিনি ওয়েস্ট বেঙ্গলের হলদিয়া বন্দর থেকে বাংলাদেশের আশুগঞ্জ বন্দর দিয়ে ট্রানজিট করা হবে। সময় ও ব্যয় কমাতে পর্যায়ক্রমে মিজোরাম, মনিপুর ও আসামেও পণ্য ট্রানজিট করা হবে।
ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে কলকাতা থেকে ত্রিপুরার আগরতলার দূরত্ব ১৬৫০ কিমি। কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রানজিটে এই দূরত্ব মাত্র ৩৫০ কিমি। ফলে সময় ও পরিবহন ব্যয় দুইই কমবে।
এর আগেও বাংলাদেশের ট্রানজিট সুবিধার আওতায় আশুগঞ্জ বন্দর ব্যবহার করে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ প্রকল্পের ভারী সরঞ্জামাদী পরিবহন করেছে।
আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে যে, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এই ধরণের ট্রান্সশিপমেন্টে নেপাল ও ভুটানও আগ্রহী।
বিঃদ্রঃ এই ট্রানজিট থেকে বাংলাদেশ কীভাবে উপকৃত হবে জানা যায়নি।
Click This Link