সোহেল রানার সর্বোচ্চ শাস্তি হতে পারে ৫ বছর!
রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে মামলা শুরুতেই দুর্বল করে দিয়েছে পুলিশ৷ রানাসহ গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে কোনো হত্যা মামলা দায়ের করা হয়নি৷ দুর্ঘটনা জনিত মৃত্যুর যে মামলা হয়েছে, তাতে সর্বোচ্চ শাস্তি মাত্র ৫ বছর৷
সাভারে রানা প্লাজা ধসে ৪ শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ ও শোকার্ত মানুষের একটিই দাবি৷ ভবন মালিক সোহেল রানা, তাঁর বাবা আব্দুল খালেক এবং যে সব গার্মেন্টস মালিক জোর করে শ্রমিকদের ভবনের ভিতরে ঢুকতে বাধ্য করেছিলেন, তাঁদের সর্বোচ্চ শাস্তি – মানে ফাঁসি দিতে হবে৷ এই দাবিতে মঙ্গলবারও পোশাক শিল্পের শ্রমিকরা ঢাকা ও ঢাকার বাইরে বিক্ষোভ এবং ভাঙচুর করেছে৷ সরকার এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতিও দেয়া হয়েছে৷ গ্রেফতার করা হয়েছে ভবন মালিক সোহেল রানাসহ ৪ গার্মেন্টস মালিককে৷ বলা হয়েছে, তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে৷
কিন্তু প্রকৃত অর্থে মানুষের এই দাবিতে পানি ঢেলে দিয়েছে পুলিশ৷ সাভার থানায় যে মামলা করেছে পুলিশ তা হত্যা মামলা নয়৷
দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় দুর্ঘটনা জনিত মৃত্যুর মামলা হয়েছে৷ তাতে শাস্তির পরিমাণ খুবই কম৷ আর ইমরাত আইনে রাজউকের করা মামলায়ও মামুলি শাস্তির বিধান আছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান ডয়চে ভেলেকে জানান, ৩০৪(ক) ছাড়াও দণ্ডবিধির ৩৩৭, ৩৩৮ এবং ৩৪ ধারা রয়েছে মামলায়৷ কিন্তু এর কোনো ধারায়ই শাস্তির মাত্রা ৫ বছরের বেশি নয়৷ যা গুরু পাপে লঘু দণ্ডের মত৷
তিনি আরও বলেন, ‘‘এ পর্যন্ত যে সব তথ্য পাওয়া গেছে, তাতে ভবন মালিক এবং গার্মেন্টস মালিকরা ঝুঁকিপূর্ণ জেনেও ভবনে শ্রমিকদের ঢুকতে বাধ্য করেছেন৷ শ্রমিকরা ঢুকতে না চাইলে তাদের চাকরি থেকে ছাঁটাইয়ের হুমকি দেয়া হয়৷ এটা একটি হত্যাকাণ্ড৷ কোনভাবেই দুর্ঘটনাজনিত মৃত্যু নয়৷ জেনে শুনে শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে৷ পুলিশ অপরাধীদের রক্ষায় কৌশলে দুর্বল ধারায় মামলা করেছে৷''
তিনি এই মামলাকে হাস্যকর বলে তা সংশোধনের দাবি জানিয়েছেন৷
ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান ডয়চে ভেলের কাছে মামলার এই ত্রুটির কথা স্বীকার করেছেন৷ তিনি বলেন, তাৎক্ষণিকভাবে তাড়াহুড়ো করে মামলা দায়ের করতে গিয়ে সাভার থানা পুলিশ এই ভুল করেছে৷ তবে তিনি দাবি করেন, চার্জশিটে ৩০২ ধারায় হত্যাকাণ্ডের অপরাধ সংযুক্ত করা যাবে৷
মুখে পুলিশ প্রশাসন যাই বলুক না কেন, আইনগতভাবে রানা এবং দায়ী ব্যক্তিদের শুরুতেই সুবিধা করে দেয়া হয়েছে৷ তাই আশঙ্কা ফাঁসি তো দূরের কথা আইনের ফাঁক গলিয়ে অপরাধীদের জমি পেতেও তেমন সময় লাগবেনা৷
Click This Link
পার পেয়ে যাচ্ছে রানা - ফাঁসি তো দূরের কথা আইনের ফাঁক গলিয়ে জামিন পেতেও তেমন সময় লাগবেনা৷
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দেশনায়ক তারেক রহমানকে সম্পৃক্ত করার নেপথ্যে
আগেই বলেছি ওয়ান ইলেভেনের সরকার এবং আওয়ামীলীগের যবনায় জনাব তারেক রহমানের বিরুদ্ধে পৌনে একশ মামলা হলেও মূলত অভিযোগ দুইটি। প্রথমত, ওই সময়ে এই প্রজন্মের নিকট উপস্থাপন করা হয়েছিল দেশনায়ক তারেক... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্পকে নিয়ে ব্লগারদের রাজনৈতিক চিন্তাভাবনা
ে
**** এডমিন টিমের ব্লগারেরা আমাকে বরাবরের মতোই টার্গেট করে চলেছে, এভাবেই সামু চলবে। ****
ট্রাম্পের বিজয়ে ইউরোপের লোকজন আমেরিকানদের চেয়ে অনেক অনেক বেশী শংকিত; ট্রাম্প কিভাবে আচরণ করবে ইউরোপিয়ানরা... ...বাকিটুকু পড়ুন
**** এডমিন টিমের ব্লগারেরা আমাকে বরাবরের মতোই টার্গেট করে চলেছে, এভাবেই সামু চলবে। ****
ট্রাম্পের বিজয়ে ইউরোপের লোকজন আমেরিকানদের চেয়ে অনেক অনেক বেশী শংকিত; ট্রাম্প কিভাবে আচরণ করবে ইউরোপিয়ানরা... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্পের বিজয়, বিশ্ব রাজনীতি এবং বাংলাদেশ প্রসংগ
ট্রাম্পের বিজয়ে বাংলাদেশে বা দেশের বাহিরে যে সব বাংলাদশীরা উল্লাস করছেন বা কমলার হেরে যাওয়াতে যারা মিম বানাচ্ছেন, তারাই বিগত দিনের বাংলাদেশের ফ্যাসিস্টের সহযোগী। তারা আশায় আছেন ট্রাম্প তাদের ফ্যাসিস্ট... ...বাকিটুকু পড়ুন
ঠেলার নাম বাবাজী !
এক গ্রামীণ কৃষক জমিদার বাড়িতে খাজনা দিতে যাবে। লোকটি ছিলো ঠোটকাটা যখন তখন বেফাস কথা বা অপ্রিয় বাক্য উচ্চারণ করে ক্যাচাল বাধিয়ে ফেলতে সে ছিলো মহাউস্তাদ। এ জন্য তার... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!
অপেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে... ...বাকিটুকু পড়ুন