- হ্যালো ভাই, এইযে ভাই, হ্যাঁ আপনাকেই তো ডাকছি সেই কখন থেকে।
- বলেন।
- না তেমন কিছু না।
- তেমন কিছু না তো ডাকলেন কেন? ইয়ার্কি নাকি? মানুষের কি কাজ কাম নাই। সবাই কি আপনের ডাকে সাড়া দেয়ার জন্য রাস্তায় বের হয় নাকি? জানেন আমার কত কাজ? কত প্রেসার এর মদ্ধে আছি? আজকে নিয়া ছয়দিন হইল বাসায় চাল নাই, সরবত খাইয়া চালাই দিতেছি।
- চাল নাই কিন্তু চিনি কই পাইলেন?
- আরে ভাই চিনি দিয়া সরবত খাইতেছি কে বলল আপনেরে? লবন পানির সরবত।
- এত খারাপ অবস্থা আপনের কাপর দেখে তো বুঝার উপায় নাই। টিপটপ ভাবেই তো আছেন দেখতেছি।
- কি করব ভাই, প্রোফেসন টাই এইরকম। দেখি কি কি আছে আপনের কাছে, একটা একটা করে বের করেন। চিল্লাচিল্লি দিয়া লাভ নাই, নাপিতের থিকা ২০ মিনিট আগে খুরে নতুন ব্লেড লাগায়া আনছি।
- কিন্তু ভাই আমি তো এই ঠিকানা টা জানতে আপনেরে ডাকছিলাম।
- তো কি হইছে, সব বের কইরা দেন, তারপর ঠিকানা মত পৌঁছানের বেবস্থা আমি করতেছি, টেনসন নিতেছেন কেন।
- ভাই সব নিবেন? এক সপ্তাহ আগে মাসের বেতন পাইছি, এখনও খরচ করি নাই।
- ছয়দিন আগে আমিও বলছিলাম, বাসায় চাল কিনার টাকা নাই, কিন্তু সালার বাচ্চারা সব নিয়া গেছে কিছুই রাখে নাই। কই দেন, আমার হাতে সময় বেসি নাই, আমার আবার বাজারে জাইতে হবে, সরবত খাইতে খাইতে মুখটা পুরাই গেছে।
ফেইসবুক পেইজ: Click This Link