নয়ন ভরা জল
কাজী নজরুল ইসলাম,
নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল।
ফুল যদি নিই তোমার হাতে
জল রবে গো নয়ন পাতে
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।
মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে
মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে।
পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই
ফুল ফোটায়ে যায় গো চলে চঞ্চল বুলবুল।
- আমার প্রিয় কবি ও আমাদের জাতীয় কবি নজরুলের লিখা ও গাওয়া এই গানটি শুনে দেখবেন অনেক ভালো লাগার মত একটি গান। আমি বলে রাখি, আমি কিন্তু ইয়ুটিউব নির্ভর মানুষ। আমি ইয়ুটিউবে গান শুনি তাই কমেন্টে লিঙ্ক ইয়ুটিউবেরই দিলাম। তবে কেউ ভুল করে ভাববেন না যেন আমি ইয়ুটিউবে নজরুল কে খুজছি...
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:১০