দোতলা ঘড়ির তাল-লয়ে মাখামাখি
চৌরাস্তার মোড়ে
কদিনের মুখচেনা ফটকের
খোলামুখ সুধায়,"দুপুর নাগাদ আসুন।"
কদাচিৎ আসে,যায় শ্লথগতির কিছু পদচিহ্ন,
টিফিনবাটিতে গরম ভাত শীত শীত গন্ধে জুড়োয়,
সন্তর্পণে এক দলা পেঁয়াজ এর ঝাঁঝ চোখে এসে লাগে
কি দায়ে কে জানে!
আবারো পরদিন একই বিস্তর কান্ড।
প্রিয় গানে নিষেধাজ্ঞা
বহাল আছে তবু দুর্দান্ত সময়ে
দোতলা ঘড়ি পাছে যদি টিক শব্দে জেগে ওঠে!
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৭