কতেক জীবন ন'টা পাঁচটা অফিস যায় না
জানতাম,
বিশিষ্টজনের জাপানিজ কফিকাপে এদের
হাতে খানিক আঁচ লাগে।
অনভ্যস্ততার বশে আর কাঁচুমাচু জড়তায়।
দুবেলার পেটপূজো হয় অপ্রাসঙ্গিক
অভ্যেস।
দুপুরের কড়া রোদে চিবুক বিশেষ বেগুনী
রং দেখায়।
কাঁচাবাজারের লিস্টিতে লাউ শাকের
ডগা
অবসন্ন পায়ে ছুঁইছুঁই।
সন্ধ্যারাত্তিরে হারিকেনের চিমনিতে
বাচ্চারা শতকিয়ার জোরে খানিক মূর্খতা
আড়াল করে।
মলাটের পরতে আধ ছটাক সুখ চোখবন্ধ অপেক্ষায়,
কিছুদিন বাদে ফানুসে বয়ে
উড়বে এজাতীয় ছোটগল্প।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৭