ঈশপের গল্প
১. একদা এক পাতিশিয়াল গাছের নিচ দিয়া যাইতেছিল। হঠাৎ উপরে তাকাইয়া দেখিলো এক পাতিকাক মাংসের টুকরা লইয়া বসিয়া আছে। শিয়ালের মাংস খাবার লোভ হইলো। সে চালাকি করিয়া কাককে বলিলো, " কাক মামা কাক মামা . তুমি দেখিতে কি সুন্দর , কুচ কুচে কালো তোমার দেহ, কি সুন্দর তোমার গানের গলা, একটা গান গাও না মামা। ইহা শুনিয়া কাক খুশিতে কা কা করিয়া উঠিলো। অমনি মাংসের টুকরা নিচে পরিয়া গেলে শিয়াল ঐ টুকরা লইয়া পলাইয়া গেলো।
পাতি কাকের কা কা রবে এই সময় কোথা হইতে শত শত কাক আসিয়া বেচারা শিয়াল কে আচ্ছা মতো ঠোকরইয়া মাংসের টুকরা ছিনাইয়া নিলো। অতঃপর কাকেরা ওই মাংসের টুকরা লাইয়া নিজেরা নিজেরা মারপিট করা শুরু করিলো এবংশক্তিশালী মহা কাক ওই টুকরা লইয়া চলিয়া গেলো।পাতি কাক এবং পাতি শিয়াল উভয়ই কিছুই পাইল না।
উপদেশ: পাতি হওয়াটাই সমস্যা।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৩:০০