আর কিচ্ছুখন পরেই ২৫ শে মার্চের কালরাত্রি। পাকিস্তানি হানাদার বাহিনী ঝাপিয়ে পড়বে বাঙালিদের উপর, অপারেশন সার্চলাইট নামক অভিযানে। শুরু হবে ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ।
আপনি কি শুনতে পারছেন হাজারো মানুষের আত্মচিত্কার? দেখতে পারছেন আগুনের লকলকে শিকা, গুলির মুহূ মুহূ শব্দ? অনুভব করতে পারছেন কি রাজারবাগ পুলিশ লাইনের যোদ্ধাদের অসীম সাহসিকতা।অনুভব করুন ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাদ থেকে লাফিয়ে আত্মহুতি দেয়া ছাত্রীদের, উজার হয়ে যাওয়া ছাত্রাবাস , দেশের সেরা বুদ্ধিজীবিদের মৃত্যু , ঢাকার বস্তিবাসীর আগুনে পুড়ে উজার হয়ে যাওয়া । শত শত মা বোনের কান্নার শব্দ আপনাকে কি বিচলিত করছে না ?
অনুভব করতে পারছেন কি?
ঠিকই আছে ! ইসলামিক পাকিস্তান কে বেঈমান দের হাত থেকে মুক্ত করার জন্যে এসবের দরকার ছিলো! তাই না ? নইলে বাঙালি হওয়া সত্তেও কেনো অনেকেই এই নির্মমতার বিচার চায় না ?
আমরা নিচের ছবিটা কি অস্বীকার করবো? নাকি সেটা কখনই হয় নি! প্রিয় বন্ধু একটু অনুভব করুন।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১০ রাত ১১:১৬