সেই হার্ভার্ডে পড়ার সময় থেকেই ওর সাথে আমার পরিচয়, দেখতে কি শান্ত-শিষ্ট, মনে হয় ফ্রিজ থেকে ডিম বের করে সিদ্ধ করে খেতে পারেনা , আসলে কিন্তু তলে তলে ডিম পোচ করেও খায় । তো সেদিন বসের কাছ থেকে ফোন এলো বিল গেটসের সাক্ষাতকার নেয়া হবে, আর দায়িত্ব চাপলো আমার উপরে। আমিও খুশি, নেংটাকালের বন্ধুর সাক্ষাতকার নিব। সেই সাক্ষাতকারের চুম্বকাংশ এখানে দেয়া হলও-
টিপু পুংটা : কেমন আছেন গেটস ভাই, শুনলাম ইদানিং নাকি আপনের বেবসার গরম একটু কম, লিনাক্সের পাবলিকরা বলে আপনের জানালারে গদামের উপর রাখছে, ঘটনা কি কনতো। বাঙালি ঝাতি আপনার এইসব গোপন তথ্য জানার জন্য যেইভাবে হা কইরা আছে,তাতে মাছি কেনও তেলাচোরাও ঢুইকা যাওনের সম্ভাবনা আছে
বিল গেটস : ঠিকই ধরছেন পুংটা ভাই, এইসব লিনাক্স প্রেমিগোরে লইয়া বড়ই দুশ্চিন্তায় আছি, আমি ঘুমাইয়া ঘুমাইয়া কত স্বপ্ন দেখতাম বাঙ্গালী একদিন 'ধনী হবার মজার খেলা' খেলে ধনী হবে , তারা আমার মাইক্রোSHITER তৈয়ার করা বাল-ছাল যাই দেই তাই লক্ষ্মী সোনার মত খাবে, কিন্তু এই লিনাক্স প্রেমিগোর জন্য আমার সেই সপ্ন এখন কক্সবাজারের চোরাবালিতে হাবুডুবু খাইতেছে। ওইদিনতো ঘুম থেইকা উইঠা দেখি লুঙ্গির লগে সাদা সাদা কি জানি, আমিতো বুঝতাছিলাম না কি জিনিষ, পড়ে মেলিন্ডারে জিজ্ঞাইলাম ওয় কইল "এইগুলান তোমার MICRO SHIIIIIIIIIT"
টিপু পুংটা : ও গেটস দাদা তাইলে লুঙ্গিও পড়েন
বিল গেটস : এইডা কি হুনাইলা পুংটা, লুঙ্গি পরুম না মানে? লুঙ্গিতো আমার ফেভারিট, আমার সৃষ্টির সাথে লুঙ্গি অতপ্রোতভাবে জড়িত
টিপু পুংটা : "সৃষ্টির সাথে লুঙ্গি অতপ্রোত ভাবে জড়িত" - কেমতে কি !!! লুঙ্গির সাথে আপনার সৃষ্টির কি সম্পর্ক?
বিল গেটস : বুঝলানা, লুঙ্গি যেমন উদার স্বাধীনতার পোশাক, আমার জানালাও একি অনুপ্রেরনায় অনুপ্রানিত। লুঙ্গি পরলে যেমন আলো-বাতাস খুব সহজ ভাবে চলাচল করতে পারে, তেমনি আমি আমার জানালাতেও ভাইরাস সহ সকল কিছুর উদার আসা যাওয়ার পথ খোলা রাখছি
টিপু পুংটা : হ এই বিষয়টা আমিই তুলতাম আপনে তুইল্লা ভালাই হইছে, লিনাক্সের পাবলিকরা খালি আওয়াজ তুলে আপনের জানালা বলে ইমরান হাসমির মত সিরিয়াল কিসার
বিল গেটস : ঠিক বুঝলাম না, যদিও আমি লিনাক্সের পাবলিকগো কথা কান দিয়ে ঢুকিয়ে অন্যখান দিয়ে বের করে দেই(কোনখান দিয়া বাইর করি তা পরে তোমারে কানে কানে কমুনে) :-& , কিন্ত এই সিরিয়াল কিসার ব্যাপারটা ঠিক বুঝলাম না
টিপু পুংটা : না নিন্দুকেরা কয় আপনের জানালা বলে খালি ভাইরাস, স্পাম, স্পাইওয়ার এগুলার লগে চুম্মা-চুম্মি করে
বিল গেটস : এই বিষয়ে আমি একটি কথাই বলব - "জানালা বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি" আর এতো ভাইরাস ভাইরাস কইরেননাতো, আমিতো আপনেগোরে MicroShiiit Sercurity Unesssentiaal মাগনা দিতাছি, ভাইরাস নিয়া আর কোনও কোথা না।
টিপু পুংটা : ওকে ভাইরাস প্রসঙ্গ বাদ। শুনলাম আপনে নাকি কইছেন আপনার পোলাপাইনগো আইপড কিনা দিবেন না, এইডা নিয়া নাকি আপনের ফ্যামিলিতে স্ট্রাইক চলতেছে ?
বিল গেটস : হরে ভাই, কি কমু কন। অগোরে এতো কইরা বুঝাইলাম তোরা বিল গেটসের বংশের, তোরা কিল্লাইগা স্টীভ জবসের এপলের আইপড কিনবি? তোগো লাইজ্ঞাতো আমার উইন্ডোজের জুন প্লেয়ার আছে, এইডা দিয়াই মমতাজের পোলাতো নয় সে তো আগুনেরি গোলা শুন আপাতত।
টিপু পুংটা : মানছে?
বিল গেটস : কেমনে মানব? হেতেরা বলে জুন প্লেয়ারে মমতাজের গান শুইন্না আছরাফুলের মত জোশ পায়না। আপনেই কন নিজের ঘরের মানুষই যদি আমার জিনিষ না খায়, তাইলে আপনেগোরে বাল-ছাল হজম করামু কেমনে
টিপু পুংটা : উহম.........ম.........ম। আপনেতো লিওনার্দো দা ভিঞ্চির একটা নোটবুক কিনছিলেন ৩০.৮ মিলিয়ন দিয়া , এতো ডলার খরচ কইরা এই বুড়ার নোটবুক কিনলেন কেন?
বিল গেটস : নোটবুকটা কিনছি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে, লিওনার্দো দা ভিঞ্চির যেমন সেই প্রস্থরযুগেও হেলিকপটার ডিজাইন করছিলেন, তেমনি আমিও কিভাবে আজ থেকে ৫০ বছর পরেও আমার মাইক্রোSHITER তৈরি করা প্রোডাক্ট খাওয়ামু তা শিখার জন্যই তার নোটবুকটা কিনছি।
টিপু পুংটা : এইটার জন্য এতো কষ্ট করন লাগেনি গেটস দাদা, এখনকার পোলাপাইন যেই গাধা টাইপের, এরা আপনের বাল-ছাল এমনিতেই খাইবও
বিল গেটস : এইডা একখান খাটি কথা হুনাইছো পুংটা, এই ডিজুস আমলের পোলাপাইন বড়ই ছাগল, ওইদিন পোলারে কইলাম লিওনার্দোর নাম শুনছস, পোলায় কয় কে? লিওনার্দো-ডি-কেপ্রিও? দেখেন অবস্থা, কই লিওনার্দো দা ভিঞ্চি আর কই লিওনার্দো-ডি-কেপ্রিও, যাউক পুংটা আজকে আর সময় নাই, পরে কথা কমুনে তোমার লগে
টিপু পুংটা : ওককে দাদা
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫১