আইপ্যাড-২ কেনার জন্য চার হাজার ডলারের বিনিময়ে নিজের কিডনি বিক্রি কইরা দিছে চীনের এক কিশোর। ১৭ বছরের ওই বালকের নাম লিটল ঝেং। স্থানীয় একটি টিভি স্টেশনকে সে জানিয়েছে, মাকে লুকিয়ে ইন্টারনেটে চুপি চুপি বিজ্ঞাপন দিয়ে সে নিজের কিডনি বিক্রির আয়োজন করেছিল।
ইন্টারনেট ব্যবহার করে কালোবাজারে অঙ্গ-ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ হয় ঝেংয়ের। এভাবে অবৈধ অঙ্গ-ব্যবসায়ীদের কাছে নিজের কিডনিটি বিক্রি করে দেয় কিশোর ঝেং। কিডনি বিক্রির উদ্দেশ্য ছিল একটাই—একটি আইপ্যাড-২ কেনা।
ঝেংয়ের মা যখন আইপ্যাড এবং ছেলের শরীরে অস্ত্রোপচারের দাগ দেখতে পেলেন, তখনই তাঁর সন্দেহ হয়। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। মায়ের জেরার মুখে অবশেষে ঝেং স্বীকার করে যে সে কালোবাজারে কিডনি বিক্রি করেছে। আর সেটা করেছে আইপ্যাড-২ কেনার জন্যই।
চীনারা সবই পারে শুনছিলাম, এই লিটল ঝেং-তো পুরাই বালাতকার কইরা দিছে



আমারও একখান আইপ্যাড কিনোনের বড়শখ আছিলো, কিন্তু আমি পুরা ইউনিক জিনিষ বিক্রি করতে চাই, আমার মহাপবিত্র কিছু বিশেষ কেশ

নোবেলবিজয়ী@৪২০.কম

উৎস
১. ০৬ ই জুন, ২০১১ বিকাল ৪:২৬ ০